সংবেদনশীল এলাকার তথ্য চায় কমিশন, পুলিশকে রিপোর্ট দিতে নির্দেশ

সংবেদনশীল এলাকার তথ্য চায় কমিশন, পুলিশকে রিপোর্ট দিতে নির্দেশ

Sensitive Area

কলকাতা: পশ্চিমবঙ্গে ভোট মানেই হিংসা। বিগত কয়েক বছর ধরে এই ট্রেন্ড যেন চলে আসছে। বিরোধী শিবিরের দাবি অনুযায়ী, তৃণমূলে আমলে হিংসার ঘটনা বেড়েছে। তাই আসন্ন নির্বাচনের আগে কিছুটা সতর্ক হওয়ার চেষ্টায় রাজ্য নির্বাচন কমিশন। বিধানসভা এলাকাগুলির হাল-হকিকত জানতে তারা রিপোর্ট এবার রিপোর্ট চাইল পুলিশের কাছে। 

বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তা নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। স্বাভাবিক নিয়মেই বাংলাতেও বাড়ছে নির্বাচনী উত্তেজনার পারদ। তাই কোন কোন বিধানসভা এলাকা সংবেদনশীল, তা জানতে লালবাজারের কাছে তথ্য চেয়ে পাঠিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। এই নির্দেশ পাওয়ার পরেই লালবাজার সমস্ত থানার কাছে এ বিষয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। বিশেষজ্ঞদের অনুমান, এই তথ্য পাওয়ার পরই ঠিক হবে, কোন এলাকায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে। 

শেষ পঞ্চায়েত নির্বাচন তো বটেই, তার আগে ২০২১ বিধানসভা নির্বাচন, একাধিক উপনির্বাচনের কথা মনে পড়লেও সেই হিংসার স্মৃতিই তাড়া করবে বঙ্গের সাধারণ মানুষকে। জায়গায় জায়গায় মারধর, বোমাবাজি, খুনের ঘটনায় উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যে। সেই পরিপ্রেক্ষিতেই কোথায় বেশি অশান্তি ছড়িয়েছিল বা গোলমাল হয়েছিল বা কতগুলি মামলার রুজু হয়েছিল, সেইসব তথ্য জানতে চেয়েছে রাজ্য নির্বাচন কমিশন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 19 =