কোন জেলায় কত বাহিনী? সিদ্ধান্ত নেওয়া হয়নি এখনও

কোন জেলায় কত বাহিনী? সিদ্ধান্ত নেওয়া হয়নি এখনও

কলকাতা: প্রথমে ২২ কোম্পানি এবং পরে ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে দাবি করেছে রাজ্য নির্বাচন কমিশন। পঞ্চায়েত ভোটের আবহে ইতিমধ্যেই রাজ্যে ৩৩৭ কোম্পানি বাহিনী চলে এসেছে বলে খবর। কিন্তু কোন জেলায় কত বাহিনী মোতায়েন হবে বা হচ্ছে? এই নিয়ে এখনও ধোঁয়াশা বহাল আছে। জানা গিয়েছে, রাজ্য নির্বাচন কমিশন এখনও কেন্দ্রীয় বাহিনীর কো অর্ডিনেটরদের এই নিয়ে কোনও তথ্য দেয়নি। 

আদালত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়ার পর নির্বাচন কমিশন কেন্দ্রের কাছে বাহিনী চেয়েছে। কিন্তু আগে থেকেই ইঙ্গিত ছিল যে, সব জেলায় সম সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন হবে না। কিন্তু নির্বাচন কমিশন এখনও পর্যন্ত জেলা ভিত্তিক ভাগও করেনি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের। অর্থাৎ কোন জেলায় কত সংখ্যক বাহিনী যাবে সেটার সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফলে বাহিনী মোতায়েন আটকে আছে। যতক্ষণ না এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হচ্ছে, ততক্ষণ বাহিনী রাজ্যে চলে এলেও তা মোতায়েন করা হবে না বলেই জানিয়েছে কো অর্ডিনেটররা। 

কমিশন যে সংখ্যক বাহিনী চেয়েছিল তার অর্ধেক এখনও আসেনি। এই নিয়ে আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দেওয়া হলেও উত্তর আসেনি। তাই রবিবার আবার নির্বাচন কমিশন কেন্দ্রকে চিঠি দিয়েছে। তাই আপাতত কৌতূহল বাড়ছে ৮ জুলাইয়ের ভোট নিয়ে। অনেকের মতে, কেন্দ্র হয়তো বাহিনী দিতে ঢিলেমি করছে কারণ বঙ্গ বিজেপি নেতৃত্ব বেশি দফায় পঞ্চায়েত ভোট দাবি করেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *