ভোট অশান্ত সেটা বলার সময় আসেনি! স্পষ্ট বার্তা রাজীবের

ভোট অশান্ত সেটা বলার সময় আসেনি! স্পষ্ট বার্তা রাজীবের

কলকাতা: সকাল থেকে জেলায় জেলায় হিংসা এবং অশান্তির ঘটনা সম্পর্ক জানা যাচ্ছে। ভোট শুরু হওয়ার পর থেকেই একাধিক মৃত্যু হয়েছে রাজ্যে। এছাড়া সংঘর্ষ, মারধর, বুথে আগুন, ব্যালট লুট, গুলি, বোমাবাজি… সবই ঘটছে বাংলায়। তবে নির্বাচন কমিশন এখনও এটা বলতে রাজি নয় যে, ভোটে অশান্তি হচ্ছে! রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার মন্তব্য, ভোট শান্তিপূর্ণ না অশান্ত সেটা বলার সময় এখনও আসেনি। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। 

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, ১৪ জনের মৃত্যু ইতিমধ্যেই হয়েছে রাজ্যে। তবে নির্বাচন কমিশন এখনও স্পষ্টভাবে অশান্তিকর ভোট হচ্ছে তা মানতে রাজি নয়। এমনিতেই তাদের ভূমিকা নিয়ে সমালোচনা চলছে। আজ ভোট শুরুর প্রায় ৩ ঘণ্টা পর দফতরে আসেন খোদ নির্বাচন কমিশনার রাজীব সিনহা। একাধিক অভিযোগ কমিশনে জমা পড়লেও তা নিয়ে পদক্ষেপ নেওয়া হয়নি বলেই দাবি বিরোধী শিবিরের। আর এখন কমিশনারের এই মন্তব্য আরও যেন বিতর্ক সৃষ্টি করেছে। যদিও এই অবস্থাতে পুনর্নির্বাচন হওয়ার সম্ভাবনার কথাও বলেছেন রাজীব সিনহা। 

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাজ্য নির্বাচন কমিশনার জানান, একাধিক জেলা থেকে প্রচুর হিংসার অভিযোগ এসেছে, ঠিকই। তাই যদি প্রয়োজন পড়ে কোনও কোনও বুথে পুনর্নির্বাচনও হতে পারে। তবে সব অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে। দরকার মনে হলে তবেই পুনর্নির্বাচনের সিদ্ধান্ত বলে জানান তিনি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + six =