মনোনয়ন জমা দিয়ে তুলতে গেলে কারণ জানাতে হবে! নির্দেশ কমিশনের

মনোনয়ন জমা দিয়ে তুলতে গেলে কারণ জানাতে হবে! নির্দেশ কমিশনের

কলকাতা: পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হয়ে যাওয়া এবং মনোনয়ন জমা দেওয়ার পর্ব শুরু হওয়ার পরপরই বিভিন্ন জায়গা থেকে নানা অভিযোগ আসছে। অশান্তির আবহ তো তৈরি হয়েছেই, প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। এই অবস্থায় দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য নির্বাচন কমিশন। জানান হয়েছে, মনোনয়ন জমা দেওয়ার পর তা তুলে নিতে গেলে উপযুক্ত কারণ দর্শাতে হবে। এই বিষয়ে রাজ্যের প্রত্যেক জেলাশাসকের কাছে ইতিমধ্যেই কমিশনের চিঠি গিয়েছে। 

প্রতিবার পঞ্চায়েত ভোটে অশান্তির ঘটনা ঘটে এবং এবারেও একই রকম ঘটনা ঘটা শুরুও হয়েছে। মনোনয়ন পর্বের প্রথম দিনই কংগ্রেস নেতাকে গুলিকে করে খুন করার অভিযোগ উঠেছে। যদিও এবারের ভোট শান্তিপূর্ণ করার পক্ষে একাধিক পদক্ষেপ নিচ্ছে রাজ্য নির্বাচন কমিশন। তাই মনোনয়ন জমা দেওয়ার বিষয়েও কড়া নির্দেশ দেওয়া হয়েছে। জেলাশাসকদের কাছে কমিশনের যে চিঠি গিয়েছে তাতে পরিষ্কার করেই বলা হয়েছে, পঞ্চায়েত ভোটে প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেওয়ার পরেও কেউ যদি তা প্রত্যাহার করে নিতে চান, তবে তার উপযুক্ত কারণ দেখাতে হবে।