বাকি কেন্দ্রীয় বাহিনী আসছে কবে? স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে ফের জানতে চাইল কমিশন

বাকি কেন্দ্রীয় বাহিনী আসছে কবে? স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে ফের জানতে চাইল কমিশন

কলকাতা: আসন্ন পঞ্চায়েত ভোটের জন্য প্রথমে ২২ কোম্পানি এবং পরে ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে দাবি করেছে রাজ্য নির্বাচন কমিশন। ইতিমধ্যে ৩৩৭ কোম্পানি বাহিনী রাজ্যে চলে এসেছে বলে খবর। কিন্তু বাকি বাহিনী কবে আসবে, তা নিয়ে ধন্দ। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে আবার চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। এখনও পর্যন্ত অর্ধেক বাহিনীও রাজ্যে এসে পৌঁছয়নি। তাই কৌতূহল বাড়ছে ৮ জুলাইয়ের ভোট নিয়ে। 

আদালতের নির্দেশ অনুযায়ী কমিশন কেন্দ্রের কাছে পরে যে ৮০০ কোম্পানি বাহিনী চেয়েছিল তার মধ্যে ইতিমধ্যে ৩১৫ কোম্পানি বাহিনী বরাদ্দ করা হয়েছে। ওই বাহিনীও রাজ্যে আসতে শুরু করেছে। কিন্তু বাকি ৪৮৫ কোম্পানি বাহিনী নিয়ে কেন্দ্র এখনও কিছু জানায়নি। গত শুক্রবার বকেয়া ওই বাহিনী চেয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছিলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। কিন্তু এই দু’দিনে তার কোনও উত্তর না আসায় আবার কেন্দ্রকে চিঠি দেওয়া হয়েছে কমিশনের তরফে। অনেকের মতে, কেন্দ্র হয়তো বাহিনী দিতে ঢিলেমি করছে কারণ বঙ্গ বিজেপি নেতৃত্ব বেশি দফায় পঞ্চায়েত ভোট দাবি করেছে। 

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই দাবি করেছেন, একাধিক দফায় ভোট করাতে হবে। তাঁর মতে, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের জন্য কয়েক দফায় পঞ্চায়েত ভোট প্রয়োজন। এছাড়াও তাঁর আরও দাবি, ভোট মিটলেই কেন্দ্রীয় বাহিনী ফেরত পাঠানো যাবে না। বরং গণনার পর আরও ১৫ দিন কেন্দ্রীয় বাহিনী রাজ্যে রাখতে হবে। কিন্তু এমন দাবি তিনি কেন করলেন? আসলে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর ‘ভোট পরবর্তী হিংসা’র ঘটনার প্রসঙ্গ তুলেই এই কথা বলেছেন তিনি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *