বিনা ওয়ারেন্টে বিরোধী দলনেতার অফিসে তল্লাশি, হাই কোর্টের দ্বারস্থ শুভেন্দু

বিনা ওয়ারেন্টে বিরোধী দলনেতার অফিসে তল্লাশি, হাই কোর্টের দ্বারস্থ শুভেন্দু

 কলকাতা:  ওয়ারেন্ট ছাড়া বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামের অফিসে পুলিশি তল্লাশি কেন? প্রশ্ন তুলে আগেই মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব করেছিলেন রাজ্যপাল। আজ, মঙ্গলবার সেই রিপোর্ট পেশ হওয়ার কথা। তার আগে একই প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মামলা করার অনুমতি চান তিনি৷ তাঁকে অনুমতি দেন বিচারপতি রাজাশেখর মান্থা। এর পরেই আদালতের হস্তক্ষেপ চেয়ে মামলা দায়ের করা হয়। তাঁর প্রশ্ন, ওয়ারেন্ট ছাড়া কীভাবে তাঁর অফিসের তল্লাশি চালাল পুলিশ? বৃহস্পতিবার মামলার শুনানির সম্ভাবনা৷ 

আরও পড়ুন- অভিষেক-রুজিরাকে কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করতে হবে, ইডিকে সুপ্রিম নির্দেশ

ঘনাটি গত রবিবারের৷ ওই দিন সন্ধেয় নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কার্যালয়ে হানা দিয়ে আচমকাই তল্লাশি চালায় পুলিশ৷ সঙ্গে ছিলেন তমলুক মহকুমা পুলিশ আধিকারিকরা। সেই সময় নিজের কার্যালয়ে ছিলেন না বিরোধী দলনেতা। পুলিশি হানার খবর পেয়েই তিনি ক্ষোভে ফেটে পড়েন। টুইট করে বলেন, ‘‘আগাম নোটিস, ওয়ারেন্ট ছাড়াই আমার কার্যালয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ। এটা রাজনৈতিক ষড়যন্ত্র৷’’ 

এই ঘটনা প্রকাশ্যে আসার পর ওইদিন রাতেই রাজ্যপাল জগদীপ ধনকড় প্রশ্ন তোলেন। টুইটারে একটি ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে দেখা যায়, বেশ কয়েকজন মহিলা পুলিশ কর্মীকে সঙ্গে নিয়ে এক অফিসার শুভেন্দু অধিকারীর কার্যালয়ে ঢুকেছেন। অন্য একজন সমস্ত ঘটনার ভিডিওগ্রাফি করছেন। ওই টুইটেই রাজ্যপাল আরও জানান, বিরোধী দলনেতা তাঁর কাছে পুলিশি হামলার অভিযোগ জানিয়েছেন। মুখ্যসচিবের কাছে রিপোর্টও তলব করেন তিনি৷