দিঘা: সৈকত নগরী দিঘায় ভেসে এল দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা এলাকায় একটি যন্ত্র চালিত নৌকা। মঙ্গলবার সকালে যন্ত্র চালিত নৌকায় থাকা ৬ জন মৎসজীবীকে উদ্ধার করে পুলিশ। উদ্ধার মৎস্যজীবীরা সুস্থ রয়েছে বলে বলে জানা গিয়েছে৷ উদ্ধার করা হয়েছে যন্ত্রচালিত নৌকাটিও।
জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার জেলার নামখানা এলাকায় একটি যন্ত্র চালিত নৌকা মৎস্য শিকারের জন্য বেরিয়েছিলেন। মাঝ সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় সমস্যায় পড়েন মৎস্যজীবীরা। সমুদ্রের ঢেউয়ে ভাসতে ভাসতে দিঘাতে আসে যন্ত্রচালিত নৌকা। যার জেরে প্রথমে ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য৷ এরপর দিঘা থানা পুলিশের সহযোগিতায় যন্ত্র চালিত নৌকা থেকে উদ্ধার করা হয় ছ’জন মৎস্যজীবিকে৷
দিঘা থানার ওসি বুদ্ধদেব মাল বলেন, “যন্ত্রচালিত নৌকাতে বিকল হয়ে যাওয়ায় নামখানা থেকে ভাসতে ভাসতে দিঘা এসে পৌঁছেছে। নৌকায় থাকা ৬ জন মৎসজীবীকে উদ্ধার করা হয়েছে। মৎস্যজীবীরা সুস্থ রয়েছে। দ্রুত তাদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে৷’’ উদ্ধার হওয়া এক মৎস্যজীবী বলেন, “নৌকাটি বিকল হয়ে যাওয়ায় ভাসতে ভাসতে দিঘার এসে পৌঁছায়। দিঘা থানা পুলিশের সহযোগিতায় আমরা উদ্ধার হতে পেরেছি৷’’