কলকাতা: রাজ্য সরকার সব মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্কুলকে আগামী শুক্রবারের মধ্যে প্রথম দফায় জীবাণুমুক্তকরণের কাজ শেষ করার নির্দেশ দিয়েছে। বিদ্যালয় খোলার আগে আবশ্যিকভাবে দ্বিতীয় দফায় জীবাণুমুক্তকরণ করতে হবে বলে শিক্ষা দফতর থেকে প্রতিটি জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও যে সব মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এখনো সংস্কারের জন্য বরাদ্দ অর্থ পায়নি তাদেরকে আজকের মধ্যে এবং প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে আগামী বৃহস্পতিবারের মধ্যে সংশ্লিষ্ট জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে তা জানাতে বলা হয়েছে।
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কোভিডের জন্য চলতি শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলগুলি প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের ফি মকুব করেছে কিনা, তার পাশাপাশি সরকার ও সরকার পোশিত কোন বিদ্যালয়ে কতগুলি শূন্য পদ রয়েছে তা নিয়েও বৃহস্পতিবারের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে। উল্লেখ্য, আগামী ১৬ নভেম্বর থেকে রাজ্যের বিদ্যালয় এবং কলেজগুলোতে পঠন-পাঠন শুরু হবে বলে রাজ্য সরকার জানিয়েছে। গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ির প্রশাসনিক বৈঠক থেকে ঘোষণা করেন, ১৫ নভেম্বর থেকে স্কুল-কলেজ খুলছে। এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মুখ্যসচিবকে নির্দেশ দেন তিনি৷ তার আগে স্কুল-কলেজ পরিষ্কার করে প্রস্তুত হতে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
উল্লেখ্য, আগেই মুখ্যমন্ত্রী বলেছিলেন কোভিড পরিস্থিতি স্বাভাবিক থাকলে পুজোর পর স্কুল কলেজ খুলে দেওয়া হবে৷ সেই মতোই এদিন স্কুল খোলার নির্দেশ দেন তিনি৷ তবে পুজো মিটতেই ফের বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ যা চিন্তায় রাখছে সকলকে। তবে মুখ্যমন্ত্রী মুখ্যসচিবকে বলেন, স্কুল-কলেজ খোলার আগে প্রস্তুতি জন্য কিছুটা সময় দিতে হবে। দীর্ঘ দিন স্কুল-কলেজ বন্ধ ছিল। তাই স্কুল কর্তৃপক্ষ যাতে পরিকাঠামোগত কাজ সেরে ফেলতে পারেন সেই জন্য তাঁদের সময় দিতে হবে। তার পরেই স্কুল শুরু হবে। গত বছর থেকে ধরলে প্রায় ২০ মাস পর স্কুল কলেজ খুলতে চলেছে৷