‘স্কুল খুললে আমরা কোথায় যাব’, সিঁদুরে মেঘ দেখছেন জলবন্দিরা

‘স্কুল খুললে আমরা কোথায় যাব’, সিঁদুরে মেঘ দেখছেন জলবন্দিরা

হাবড়া: অতি বৃষ্টির জেরে ঘর ছাড়া হতে হয়েছে ওদের৷ কারণ, এখনও জলবন্দি এলাকা৷ অগত্যা স্কুল ঘরই হয়ে উঠেছে আশ্রয় শিবির৷ এবার বিদ্যালয় খোলার চিঠিতে সিঁদুরে মেঘ দেখছেন তাঁরা৷ হাবড়ার জলমগ্ন এলাকার ১৫ টি পরিবারের ৫০ জন সদস্য বর্তমানে রয়েছেন হাবড়া মডেল হাইস্কুলে। বিকল্প ব্যবস্থা না হলে স্কুল ছাড়বেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তাঁরা৷

প্রায় দেড় মাস ধরে জলমগ্ন হাবড়া পুরসভার উত্তর হাবড়া, লোকনাথ সরণি ,বাহান্ন ফ্যামিলি, পশ্চিম কামারথুবার এলাকার কয়েকশো পরিবার। বেশকিছু ঘরের ভিতর জল থাকায় এবং ছোট ছোট বাচ্চা থাকার কারণে পুরসভার তরফে উত্তর হাবড়ার একটি প্রাথমিক বিদ্যালয় ও হাবড়া মডেল হাইস্কুলে থাকার ব্যবস্থা করা হয়েছে। সম্প্রতি রাজ্য সরকার আগামী মাসের ১৫ তারিখ থেকে  স্কুল খোলার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে।

সপ্তাহ তিনেক ধরে প্রায় ১৫ টি পরিবারের জনা পঞ্চাশেক সদস্য হাবড়া মডেল হাইস্কুলে রয়েছে। সেখানেই তারা নিজেরাই রান্না করে খাওয়া-দাওয়া করছে, বেশ কিছু পড়ুয়াও  রয়েছে এই শিবিরে । তারা তার মধ্যেই পড়াশোনা চালাচ্ছেন। তবে স্কুল খোলার নির্দেশে সিঁদুরে মেঘ দেখছে তাঁরা। ত্রাণ শিবির ছেড়ে বাড়িতে যাওয়ার উপক্রম নেই। তাই স্কুল খোলার নির্দেশ হলেও তারা স্কুল ছাড়বেন না বিকল্প কোন ব্যবস্থা না হওয়া পর্যন্ত এমনটাই জানান শিবির আসা মানুষেরা। বিদ্যালয়ের প্রধান করণিক জানায়,এ বিষয়ে বিদ্যালয়ের তরফে পুরসভাকে লিখিত আকারে জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + seventeen =