ভয়ঙ্কর! যখন-তখন মাথায় ভেঙে পড়তে পারে চাঙড়, ভয়ে ছাতা মাথায় খুদে পড়ুয়ারা

কলকাতা: বিপজ্জনক! মাথার উপর ঝুলছে চাঙর৷ তার নীচে চলছে পঠন পাঠন৷ হ্যাঁ, এমনই ভয়ঙ্কর ছবি দেখা গেল হিঙ্গলগঞ্জের দুলদুলি পুকুড়িয়া আদিবাসী প্রাথমিক স্কুলে৷ বই খুলে…

কলকাতা: বিপজ্জনক! মাথার উপর ঝুলছে চাঙর৷ তার নীচে চলছে পঠন পাঠন৷ হ্যাঁ, এমনই ভয়ঙ্কর ছবি দেখা গেল হিঙ্গলগঞ্জের দুলদুলি পুকুড়িয়া আদিবাসী প্রাথমিক স্কুলে৷

বই খুলে বেঞ্চে বসে রয়েছে খুদে পড়ুয়ারা৷ এক হাতে ধরা রয়েছে ছাতা৷ চোখে মুখে আতঙ্ক স্পষ্ট৷ এই বুঝি ঝুপ করে মাথার উপ ভেঙে পড়ে ছাদ৷ দীর্ঘদিন ধরে বিপদ মাথায় নিয়েই চলছে স্কুল৷ প্রধান শিক্ষক জানান, তিনি একাধিকবার উর্ধ্বতন কর্তৃপক্ষকে এ বিষয়ে জানিয়েছেন। কিন্তু কোনও লাভ হয়নি। আজ বৃষ্টি নামতেই জল চুঁইয়ে পড়তে শুরু করেছে৷ দেওয়াল থেকে চাঙড় খসে পড়ছে। সেই কারণেই পড়ুয়ারা ভয়ে ছাতা খুলে বসে রয়েছে৷

এক খুদে জানায়,ভয়ে তারা ছাতা মাথায় বসে রয়েছে৷ ছাদ ঠিক না হলে আর স্কুলে আসবে না৷ এ প্রসঙ্গে শিক্ষাবিদ পবিত্র সরকার বলেন, “এই লজ্জা শিক্ষা দফতরের শিক্ষামন্ত্রীর কাছে পৌঁছক৷ শিক্ষা থেকে টাকা রোজগারের বিভিন্ন পন্থা বার করা হচ্ছে। কিন্তু শিক্ষাকে যত্ন করার, প্রসারের কোনও চেষ্টা তারা করেননি। এটা লজ্জার ছবি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *