পাশের বন্যার মাঝেও স্কুলে ফেলের হার ৪০ শতাংশ, আন্দোলনে পড়ুয়ারা

পাশের বন্যার মাঝেও স্কুলে ফেলের হার ৪০ শতাংশ, আন্দোলনে পড়ুয়ারা

b608cdd8fc83c8dd6f26cd662968d403

নদীয়া: শতকরা ৪০ জন ফেল করেছেন! মোট ১৮০ জন পরীক্ষার্থীর মধ্যে অকৃতকার্যের সংখ্যা ৭২! উচ্চ মাধ্যমিকের ফলাফল সামনে আসার পর এমনই উলোট পুরাণের ছবি সামনে এসেছে নদীয়ার শান্তিপুর থানার বাগআঁচড়া হাই স্কুলে৷ ঘটনার প্রতিবাদে শুক্রবার স্কুল ঘেরাও করে বিক্ষোভ দেখান অকৃতকার্য পড়ুয়ারা৷ তাঁদের দাবি, পরীক্ষায় হল না, তাহলে কিসের ভিত্তিতে তাঁদেরকে ফেল করানো হল?

এবারে মাধ্যমিকে শতকরা ১০০ শতাংশ পড়ুয়াই পাশ করেছেন৷ উচ্চ মাধ্যমিকে সেই সংখ্যাটা ৯৭ শতাংশের সামান্য বেশি৷ স্বাভাবিকভাবেই একই স্কুলের ৭২ জন পরীক্ষার্থীর ফেল করার বিষয়টি নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে। উল্লেখ্য নদীয়া শান্তিপুর থানার বাগাছরা উচ্চ বিদ্যালয় এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১৮০ জন। কিন্তু ফল প্রকাশিত হওয়ার পর দেখা গেছে ৭২ জন পরীক্ষার্থী অনুত্তীর্ণ। সেই কারণেই এদিন স্কুল ঘেরাও করে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা।

তাঁদের দাবি কাউন্সিলের কোথাও গাফিলতির জন্যই এই ফলাফল। তার কারণ মাধ্যমিক এবং একাদশ শ্রেণিতে তারা নিয়মিতভাবেই পাস করেছে। কিন্তু যেভাবে ফেলের হার গোটা রাজ্যজুড়ে অত্যন্ত কম, সেখানে স্কুলের ক্ষেত্রে শতকরা ৪০ শতাংশের ফেল তারা কিছুতেই মেনে নিতে পারছে না। তাঁদের দাবি, অবিলম্বে বিষয়টি পুনর্বিবেচনা করে দেখতে হবে৷ এবিষয়ে বাগাছরা হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপঙ্কর চক্রবর্তী বলেন, ‘‘ইতিমধ্যেই আমরা কাউন্সিলের সঙ্গে কথা বলেছি। তাদের একটা মেইল করেছি। ছাত্র-ছাত্রীদের দাবি জানিয়ে আমাদের প্রতিনিধিদল কাউন্সিলের সঙ্গে কথা বলবে। আশা করছি কোন একটা সমাধান নিশ্চয়ই বের হবে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *