খোরপোশ মামলা: মাসে ৪০ হাজার গুনতেই হবে শোভনকে, নির্দেশ হাইকোর্টের

কলকাতা: খোরপোশ মামলা হার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়৷ মামলায় হেরে মাসে ৪০ হাজার টাকা মেয়ের খবর জোগাতে হবে শোভনবাবুকে৷ আজ, কলকাতা হাইকোর্টে একটি মামলার শুনানিতে এমনই নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর৷ এর আগেও স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের করা খোরপোশ মামলায় আদালতে জোর ধাক্কা খান শোভন চট্টোপাধ্যায়৷ আলিপুর জজ কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদলতের যান প্রাক্ত

খোরপোশ মামলা: মাসে ৪০ হাজার গুনতেই হবে শোভনকে, নির্দেশ হাইকোর্টের

কলকাতা: খোরপোশ মামলা হার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়৷ মামলায় হেরে মাসে ৪০ হাজার টাকা মেয়ের খবর জোগাতে হবে শোভনবাবুকে৷ আজ, কলকাতা হাইকোর্টে একটি মামলার শুনানিতে এমনই নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর৷

এর আগেও স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের করা খোরপোশ মামলায় আদালতে জোর ধাক্কা খান শোভন চট্টোপাধ্যায়৷ আলিপুর জজ কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদলতের যান প্রাক্ত মেয়র৷ ওই মামলা আজ খারিজ করে দেওয়া হয়েছে হবে আদালত সূত্রে খবর৷ বিবাহ বিচ্ছেদের মামলা চালাতে গিয়ে ১৫ লক্ষ টাকা খরচ হয়ে যাওয়ার যে দাবি রত্না দেবী করেছেন তা যথাযথ বলেও আগেই জানিয়েছিল আলিপুর কোর্ট৷ ও মামলার খরচ বাবদ রত্নাদেবীকে টাকা দেওয়ার জন্য শোভন চট্টোপাধ্যায়কে নির্দেশ দিয়েছেন বিচারক৷

এ ছাড়াও রত্না চট্টোপাধ্যায়কে এককালীন ৭০ হাজার টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয় মেয়রকে৷ মেয়ের পড়ার খরচের জন্য প্রত্যেক মাসে ৪০ হাজার টাকা করে দিতে হবে শোভনবাবুকে৷ যদিও শোভন চট্টোপাধ্যায়ের আইনজীবীরা দাবি জানিয়েছেন আলিপুর আদলতের এই রায় পক্ষপাতদুষ্ট৷ ফলে, এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করবেন তাঁরা৷ কিন্তু, মামলা করেও ছাড় পেলেন না রাজ্যের প্রাক্তন মন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + seventeen =