যাদবপুরে ছাত্রীকে জাত তুলে অপমান! কাঠগড়ায় অধ্যাপক, ব্যবস্থা নেওয়ার আর্জি

যাদবপুরে ছাত্রীকে জাত তুলে অপমান! কাঠগড়ায় অধ্যাপক, ব্যবস্থা নেওয়ার আর্জি

 কলকাতা: ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়৷ আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের গবেষণারত এক ছাত্রীকে জাত তুলে অপমানের অভিযোগ উঠল সহকারী অধ্যাপকের বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে সোমবার বৈঠকে বসেছিল বিশ্ববিদ্যালয়ের এসসি-এসটি-ওবিসি সেল। অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হবে তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। ওই অধ্যাপকের বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য বিশ্ববিদ্যালয়ের কাছে সুপারিশ করা হয়েছে বলে খবর৷ 

আরও পড়ুন- লালনের মৃত্যুর ঘটনায় তদন্তে সিআইডি, রামপুরহাটে ৪ আধিকারিক

ওই ছাত্রীর অভিযোগ, তিনি জাতিতে ওবিসি৷ সেই কারণেই তাঁকে এমফিল প্রোগ্রামে অংশ নিতে দেননি ওই অধ্যাপক। এরপরেই তিনি কর্তৃপক্ষের কাছে ওই অধ্যাপককে বদলে দেওয়া জন্য আবেদন জানান৷ তিনি জানান, ওই অধ্যাপকের অধীনে তাঁর গবেষণার কাজ ঠিক মতো এগোচ্ছে না। এরপরেই পিএইচডি গবেষণা কমিটি (পিআরসি) ওই ছাত্রীর অভিযোগ নিয়ে আলোচনা করে। পরে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান ইমান কল্যাণ লাহিড়ী উপাচার্যকে একটি চিঠি পাঠান।

এই ঘটনাটি গত সেপ্টেম্বর মাসের৷ আন্তর্জাতিক সম্পর্কের পিএইচডি-র ওই ছাত্রীকে জাত তুলে অপমান করা হয় বলে অভিযোগ। এরপরেই অভিযুক্ত সহকারী অধ্যাপকের কাছে জবাব তলব করে কর্তৃপক্ষ। সূত্রের খবর, তদন্ত শেষ না পর্যন্ত অভিযুক্ত অধ্যাপককে বরখাস্ত করা হতে পারে। গত ১৯ অক্টোবর ওই ছাত্রী ফেসবুক পোস্টে লিখেছিলেন, ‘আমি ওবিসি বিভাগের অন্তর্গত৷ তবে আমি সাধারণ বিভাগের অধীনে আমার পিএইচডি করছি।’