sc
কলকাতা: রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) কিশোর দত্ত সম্পর্কে কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে মন্তব্য করেছেন, তা ‘দুর্ভাগ্যজনক’ বলে উল্লেখ করল সুপ্রিম কোর্ট৷ এই মামলার শুনানির সময় পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী কুণাল চট্টোপাধ্যায় সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওকা ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়াকে জানান, বিচারপতি গঙ্গোপাধ্যায় পশ্চিমবঙ্গের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে বলেছেন, তিনি কার জুতো চেটে অ্যাডভোকেট জেনারেল হয়েছেন, সেটা তিনি জানেন। এজি হাই কোর্টের বার-এরও প্রধান। এমন মন্তব্যের পর বিচারপতি সৌজন্য আশা করতে পারেন না। বিচারপতিরা একে ‘দুর্ভাগ্যজনক’ বলেই মন্তব্য করেন।
সেই সঙ্গে শুক্রবার সুপ্রিম কোর্টের নির্দেশ, ২০১৪ সালের টেট-উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে ২০১৬ ও ২০২০ সালের নিয়োগ প্রক্রিয়ার প্যানেল প্রকাশ সংক্রান্ত কোনও মামলার শুনানি আপাতত কলকাতা হাই কোর্টের কোনও সিঙ্গেল বেঞ্চে হবে না। শুনানির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে। যার অর্থ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বা বিচারপতি অমৃতা সিনহের বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হবে না।