Aajbikel

রক্ষাকবচ মিলল না, ফের শীর্ষ আদালতে ধাক্কা মানিকের

 | 
মানিক

কলকাতা: পুজো আবহে সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। পুজোর পরেও একই অবস্থা বজায় থাকল। শীর্ষ আদালতে রক্ষা কবচ পেলেন না প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য এবং পর্ষদের সেক্রেটারি। কলকাতা হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তারা। 

জানা গিয়েছে, আগামী শুক্রবার সিবিআইয়ের পক্ষ থেকে আদালতে এই সংক্রান্ত ইস্যুতে রিপোর্ট পেশ করা হবে। তদন্তে সহযোগিতা করছেন না তারা, এমনই অভিযোগ করেছে সিবিআই। পুজোর আগে সুপ্রিম কোর্টে মানিকের অভিযোগ ছিল, জামিনের আবেদনের শুনানি হচ্ছে না কলকাতা হাইকোর্টে। যদিও সুপ্রিম কোর্টের তরফে তাঁকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, মূল মামলা সেই কোর্টেই বিচারাধীন রয়েছে। তাই তাঁর জামিনের বিবেচনা সেই আদালতই করবে। আসলে মানিক ভট্টাচার্য চেয়েছিলেন তাঁর মামলার দ্রুত শুনানি করে জামিনের ব্যবস্থা করতে। কিন্তু শীর্ষ আদালত সেই আর্জি শোনেনি।

সিবিআইয়ের আগে ইডিও তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছিল যে, তিনি তদন্তে সাহায্য করছেন না। আর তাঁর জামিনের বিরোধিতা করে বলা হয়েছিল, তিনি এতটাই প্রভাবশালী যে গ্রেফতারির ১ বছর পরেও তাঁকে বিধায়ক পদ থেকে বহিষ্কার করা হয়নি। যার ফলে জামিন পেলে তিনি তাঁর এক্তিয়ার ব্যবহার করে প্রমাণ নষ্ট সাক্ষীদের প্রভাবিত করতে পারেন। আপাতত যা পরিস্থিতি তাতে তাঁর জামিন পাওয়াই দুষ্কর। 

Around The Web

Trending News

You May like