Aajbikel

জামিনের আবেদন গৃহীত হল না, পুজো আবহে শীর্ষ আদালতে ধাক্কা মানিকের

 | 
মানিক

নয়াদিল্লি: জামিনের আবেদনের শুনানি হচ্ছে না। পরপর চার দিন শুনানি স্থগিত হয়েছে। কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে এমনই অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্ট গিয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। কিন্তু লাভ হল না। পুজো আবহে তাঁর করা এই মামলার আবেদন গ্রহণ করল না শীর্ষ আদালত। 

সুপ্রিম কোর্টের তরফে তাঁকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, তাঁর মামলা চলবে কলকাতা হাইকোর্টেই। কারণ মূল মামলা সেই কোর্টেই বিচারাধীন রয়েছে। তাই তাঁর জামিনের বিবেচনা সেই আদালতই করবে। তবে এক্ষেত্রে সুপ্রিম কোর্টের বার্তা, ১৬ নভেম্বর পূর্ব নির্ধারিত দিনেই মানিক ভট্টাচার্যর দায়ের করা মামলার শুনানি করবে কলকাতা হাইকোর্ট। আসলে মানিক ভট্টাচার্য চেয়েছিলেন তাঁর মামলার দ্রুত শুনানি করে জামিনের ব্যবস্থা করতে। কিন্তু শীর্ষ আদালত সেই আর্জি শোনেনি। এর একতাই অর্থ, এবারের পুজোও জেলেই কাটবে মানিক ভট্টাচার্যের।  

অন্যদিকে আবার নিয়োগ কাণ্ডে গ্রেফতার মানিক ভট্টাচার্যের পুত্র শৌভিক ভট্টাচার্যও এখন জেলবন্দি। স্কুল ও ক্লাবের মাধ্যমে নিয়োগ দুর্নীতির টাকা পাচার করেছেন, তাঁর বিরুদ্ধে এমনই অভিযোগ ইডির। মামলার আগের এক শুনানিতে আদালতে ইডির দাবি ছিল, কোভিড চলাকালীন অনলাইন ক্লাসের নামে মানুষের কাছ থেকে টাকা লুঠ করার ছক কষেছিলেন শৌভিক৷ এমনকি তাঁর অ্যাকাউন্টের মাধ্যমে ২ কোটিরও বেশি টাকা পাচার করা হয়েছে।

Around The Web

Trending News

You May like