নাড্ডার কনভায়ে হামলা: সুপ্রিম আর্জিতে হল না ৩ IPS-এর বদলির রক্ষা!

নাড্ডার কনভায়ে হামলা: সুপ্রিম আর্জিতে হল না ৩ IPS-এর বদলির রক্ষা!

 

নয়াদিল্লি:  জেপি নাড্ডার কনভায়ে হামলার ঘটনায় ফের বড়সড় ধাক্কা৷ সুপ্রিম কোর্টে খারিজ বাংলার ৩ আইপিএসের বদলি মামলার আবেদন৷ ভোটের মুখে ফের বাড়ল বিড়ম্বনা৷ সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েও ফিরতে হল শূন্যহাতে৷

দক্ষিণ ২৪ পরগনায় বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ড কনভায়ে হামলার ঘটনায় ৩ IPS অফিসারকে নিয়ে কেন্দ্রে-রাজ্যের সংঘাত সৃষ্টি হয়েছিল৷ মামলাকারী কলকাতা হাইকোর্টের আইনজীবী আবু সোয়েলের বক্তব্য ছিল, কেন্দ্রীয় সরকার যা করেছেন তা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী৷ রাজ্যের সঙ্গে আলোচনা বা অনুমতি না নিয়ে তাঁদের ডেপুটেশনে ডাকা হয়েছিল বলে তোলা হয় অভিযোগ৷ ৩ আইপিএসের বদলির রুখতে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েও হল সুরাহা৷

গত বছরের শেষলগ্নে নাড্ডার কনভয়ে হামলার ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্র-রাজ্যের ফের দ্বন্দ্বের সূত্রপাত ঘটে৷ রাজ্যের দেওয়া নিরাপত্তায় গাফিলতি ছিল বলে অভিযোগ তোলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব৷ পাল্টা রাজ্যের তরফে তা খারিজ করে জানানো হয়, নাড্ডার নিরাপত্তায় বুলেটপ্রুফ গাড়ি সহ বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা ছিল৷ নাড্ডা অক্ষত ছিলেন বলে দাবি করা হয় রাজ্য পুলিশের তরফে৷ নাড্ডার কনভয়ে হামলার পর স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যের মুখ্যসচিব ও ডিজিপিকে তলব করে৷ তবে, সেই তলবে সাড়া দিয়ে দিল্লি না গেলেও পাঠানো হয় চিঠি৷ পাঠানো হয়রিপোর্ট৷

নাড্ডার কনভয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা বাংলার তিন আইপিএসকে দিল্লিতে সেন্ট্রাল ডেপুটেশনে পাঠানোর নির্দেশ দেয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ প্রবীণ ত্রিপাঠি, ভোলানাথ পাণ্ডে, রাজীব মিশ্রকে বদলির নির্দেশ পাঠানো হয় দিল্লির তরফে৷ তবে তাঁদের অব্যহতি দিতে নারাজ নবান্ন৷ কেন্দ্রের এই পদক্ষেপ আইপিএস ক্যাডার রুল – ১৯৫৭’এর পরিপন্থী বলে সরাসরি অভিযোগ তোলেন খোদ মুখ্যমন্ত্রী৷ জল গড়ায় আদালতে৷ হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে যায় মামলা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *