উপাচার্য নিয়োগে রাজ্যপালতেও পার্টি করতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

উপাচার্য নিয়োগে রাজ্যপালতেও পার্টি করতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলিতে অস্থায়ী উপাচার্য নিয়োগ সংক্রান্ত মামনায় আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসের সিদ্ধান্তে এখনই হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত। সোমবার এই মামলায় বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চের নির্দেশ,  সব পক্ষকে নোটিস দিতে হবে। দু’সপ্তাহ পরে মামলাটি শুনবে আদালত৷ 

 

রাজ্যের বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগের ক্ষেত্রে আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভূমিকায় অসন্তুষ্ট রাজ্য৷ তাঁর এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। সেখানে নবান্নের বক্তব্য ছিল, রাজ্যপাল অবৈধ উপায়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করেছেন৷ উপাচার্য নিয়োগের আগে রাজ্যের উচ্চ শিক্ষা দফতর বা শিক্ষামন্ত্রীর সঙ্গে কোনও আলোচনা করা হয়নি৷ একক ভাবে সিদ্ধান্ত নিয়ে চলেছেন আচার্য। সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ামৃত্যু নিয়ে চাপানউতরের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে রাজ্যপালের অস্থায়ী উপাচার্য নিয়োগ করা নিয়েও চড়মে ওঠে রাজ্য-রাজভবন সংঘাত৷ 

 

 

 

সুপ্রিম কোর্টে মামলা হলে আদালত জানায়,পরবর্তী শুনানির আগে স্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে দু’পক্ষ আলোচনায় বসে সমাধানসূত্র বার করা যায় কি না দেখুক৷ তবে আংশিক সময়ের জন্য অস্থায়ী উপাচার্যদের নিয়োগ নিয়ে আচার্যের সিদ্ধান্তে হস্তক্ষেপ করবে না শীর্ষ আদালত। এক্ষেত্রে আপাতত হাই কোর্টের নির্দেশই বহাল থাকবে।

এই মামলায় বিচারপতি সূর্য কান্তের পর্যবেক্ষণ, “স্থায়ী উপাচার্য ছাড়া বিশ্ববিদ্যালয় দীর্ঘ দিন ধরে চলতে পারে না। কেন শিক্ষামন্ত্রী একটি নামের তালিকা পাঠিয়ে দিলেন? উপাচার্য নিয়োগ নিয়ে দু’পক্ষ কি একসঙ্গে কাজ করতে পারবে না? উপাচার্য নিয়োগের ক্ষেত্রে আচার্য না রাজ্য, কে উপযুক্ত কর্তৃপক্ষ, সেই বিচারে যাচ্ছি না। আপাতত অস্থায়ী উপাচার্যেরা কাজ চালিয়ে নিয়ে যাবেন। কিন্তু কী ভাবে স্থায়ী উপাচার্য নিয়োগ করা যায় সেই বিষয়ে আগে দৃঢ় সিদ্ধান্তে আসতে হবে।” 

এর আগে উপাচার্য নিয়োগ বাতিলের আবদেন জানিয়ে জনস্বার্থ মামলা করেন অধ্যাপক সনৎ ঘোষ। কলকাতা হাই কোর্ট সেই আবেদন খারিজ করে দেয়। সেইসঙ্গে রাজ্যকে নব নিযুক্ত উপাচার্যদের বেতন-ভাতা দিতে বলে। এর পর সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সেই মামলার প্রাথমিক শুনানিতে  রাজ্যপাল সিভি আনন্দ বোসকেও পার্টি কররা নির্দেশ দেওয়া হয়। আদালত তাঁর কথাও শুনতে চায়।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × five =