Aajbikel

প্রাথমিক শিক্ষকদের পোস্টিং মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

 | 
অভিজিৎ

 কলকাতা: ২০২০ সালে প্রাথমিক শিক্ষকদের পোস্টিং দুর্নীতি  মামলায় সিবিআই ও ইডি-র তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই রায়ের উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। 


এই মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ছিল,  সিবিআই-এর তদন্তকারী অফিসাররা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে প্রেসিডেন্সি জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করবে। সেই প্রশ্নোত্তর পর্বের ভিডিয়ো-রেকর্ডিং করতে হবে। আজ বিকেল সাড়ে ৩টের সময় কলকাতা হাই কোর্টে মানিককে জেরার সেই ভিডিয়ো রেকর্ডিং সকলের সামনে দেখা হবে বলে জানিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। কিন্তু তার আগেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মানিকের আইনজীবীরা৷ দুপুর ৩টে নাগাদ বিচারপতি এ এস বোপান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বিশেষ বেঞ্চে শুনানি হয়। সুপ্রিম কোর্ট বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের উপর স্থগিতাদেশ দেয়। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, মানিকের বক্তব্য না শুনেই রায় দিয়েছে হাই কোর্ট। তাঁর প্রতি এই অবিচার হওয়া উচিত নয়।


বিচারপতিদের নির্দেশে সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেল সঙ্গে সঙ্গেই ফোন করে কলকাতা হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে এই বিষয়টি জানিয়ে দেন। ফলে কলকাতা হাই কোর্টে ওই মামলার শুনানিও থেমে যায়। এ প্রসঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, ‘‘সত্য সেলুকাস, কী বিচিত্র এ দেশ! আমাকে দেখতে দিন কী হয়।’’
 

Around The Web

Trending News

You May like