এটিএম থেকে টাকা তোলায় বড় বদল! জালিয়াতি রোধে পদক্ষেপ

এটিএম থেকে টাকা তোলায় বড় বদল! জালিয়াতি রোধে পদক্ষেপ

কলকাতা: যত দিন যাচ্ছে তত বেশি সক্রিয় হচ্ছে জালিয়াতরা। এটিএম থেকে টাকা তোলার পর অনেকেই জালিয়াতির সম্মুখীন হচ্ছেন। এক নিমেষে গায়েব হয়ে যাচ্ছে অ্যাকাউন্টের টাকা। তাই এবার জালিয়াতি রোধে পদক্ষেপ নিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এটিএম থেকে টাকা তোলার ব্যাপারে নতুন নিয়ম করল তারা।

ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, জালিয়াতি রোধে এটিএম কার্ড থেকে টাকা তোলার ব্যাপারে কিছু বলা না হচ্ছে। এবার থেকে সেই নিয়ম কঠোরভাবে মানা হবে। বেশি অঙ্কের টাকা তোলার ক্ষেত্রে ওটিপি বাধ্যতামূলক করছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। জানানো হয়েছে, এটিএম থেকে টাকা তুলতে গেলে গ্রাহকদের নির্দিষ্ট অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ফোন সঙ্গে নিয়ে যেতে হবে। ১০ হাজার বা তার বেশি টাকা তোলার ক্ষেত্রে ফোনে ওটিপি আসবে এবং সেটা ব্যবহার করার পরেই টাকা তোলা যাবে। এক্ষেত্রে, কার্ড ব্যবহার করে একবারে সর্বোচ্চ ৯ হাজার ৯০০ টাকা তোলা যাবে বলে ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে।

তবে তাদের তরফ থেকে এও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এটি কার্যকর হবে শুধু যখন এসবিআই এটিএম থেকে এসবিআই কার্ড থেকে টাকা তোলা হবে। অন্য ব্যাঙ্কের এটিএম থেকে যদি এসবিআই কার্ড দিয়ে টাকা তোলা হয় তাহলে এটি কার্যকর হবে না। গ্রাহকরা যে কোনো ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুলতে পারেন যে কোনো কার্ড ব্যবহার করে। তবে উপরিউক্ত নিয়ম শুধুমাত্র এসবিআই এটিএম এবং কার্ডের ক্ষেত্রেই প্রযোজ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − eight =