সাল্লু ভাইয়ের গানে ‘লেডি দাবাং’দের নাচে মুগ্ধ সায়নী, শেয়ার করলেন ভিডিয়ো

সাল্লু ভাইয়ের গানে ‘লেডি দাবাং’দের নাচে মুগ্ধ সায়নী, শেয়ার করলেন ভিডিয়ো

কলকাতা:  একুশের নির্বাচনে জয়ী হতে পারেননি তিনি৷ কিন্তু তৃতীয় বার ক্ষমতায় এসে দল তাঁর উপর গুরু দায়িত্ব সঁপেছে৷ আপাতত যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ৷ দলের গুরুদায়িত্ব সামলানোর পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও তাঁর সক্রিয় উপস্থিতি৷ তাঁর ফ্যান ফলোয়ার্সও নেতাত কম নয়৷ আজ সকালেই একটি ভিডিয়ো পোস্ট করেছেন তৃণণূল নেত্রী৷ যা পোস্ট হতেই ভাইরাল৷

আরও পড়ুন- প্রশিক্ষণ ছাড়া ভ্যাকসিন দিয়ে বিতর্কে আসানসোলের প্রাক্তন ডেপুটি মেয়র, তুলোধোনা BJP-র

সায়নী সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাকটিভ৷ অভিনেত্রী থেকে যুব নেত্রী হওয়ার পরেও সোশ্যাল মিডিয়ায় তার সক্রিয়তায় যে ভাটা পড়েনি, তা তাঁর পেজে উঁকি মারলেই বোঝা যায়৷ আজ সকালে তিনি যে ভিডিয়োটি পোস্ট করেছেন, তাতে দেখা গিয়েছে চার-পাঁচ জন কমবয়সী মহিলা পুলিশ কর্মী দাবাং স্টাইলে নাচছেন৷ এই ভিডিয়োটি দেখে আপ্লুত সায়নী৷ তাঁদের প্রশংসায় একেবারে পঞ্চমুখ যুব নেত্রী৷ এই ভিডিয়োর সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘‘মেড মাই ডে’’৷ সঙ্গে হ্যাশট্যাগ ‘OurDabangGirls’৷ 

১৫ সেকেন্ডের ওই ভিডিয়োটিতে দেখা গিয়েছে ৪-৫ জন সুন্দরী পুলিশ কর্মী সল্লু ভাইয়ের ‘দাবাং’ ছবির টাইটেল ট্র্যাকের সঙ্গে কোমরের বেল্ট ধরে নাচছেন৷ ছোট্ট ভিডিয়োটিতে এই মহিলা পুলিশ কর্মীদের এই উন্মাদনা মন ছুঁয়ে যায় সায়নীর৷ সঙ্গে সঙ্গে তা শেয়ার করেন তিনি৷ এমনিতেও নিজের ভালো লাগা, খারাপ লাগা হামেশাই সোশ্যাল মিডিয়া অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে পছন্দ করেন অভিনেত্রী৷ 

আরও পড়ুন- রাজ্যপালের অপসারণ চেয়ে রাষ্ট্রপতির দরবারে যেতে পারে তৃণমূল, নিশানায় তুষারও

উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনে আসানসোল থেকে ভোটে দাঁড়িয়েছিলেন সায়নী৷ তাঁর প্রতিপক্ষ ছিল বিজেপি’র অগ্নিমিত্রা পাল৷ ভোটে পরাজিত হন সায়নী৷ কিন্তু তাঁর মধ্যে যে তেজ রয়েছে তা দলনেত্রীর চোখ এড়ায়নি৷ তাইতো তাঁর কাঁধে সঁপেছেন গুরুদায়িত্ব৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছেড়ে যাওয়া গদি দক্ষ হাতেই সামলাচ্ছেন সায়নী৷ ইতিমধ্যেই তৃণমূল যুব কংগ্রেসের সদস্যদের নিয়ে তৈরি করে ফেলেছেন কুইক রেসপন্স টিম৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 2 =