‘দিদি’র হাত শক্ত করতে ঘাসফুলে সায়ন্তিকা, রাজনীতিতে টলিউডি যোগ অব্যাহত

‘দিদি’র হাত শক্ত করতে ঘাসফুলে সায়ন্তিকা, রাজনীতিতে টলিউডি যোগ অব্যাহত

 

কলকাতা: বিগত কয়েক সপ্তাহে টলিউড যে রাজনৈতিক ভাবে দু’ভাগে বিভক্ত হয়ে গেছে তা বলাই বাহুল্য। একাংশ গিয়েছে বিজেপি শিবিরে, একাংশ ঘাসফুল শিবিরে। আগামী কয়েক দিনে যে আরো অনেকে নিজেদের নিজেদের দল বেছে নেবে তা অনুমান করা যায়। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে ঘাসফুল শিবিরে যোগদান করলেন অভিনেত্রী সায়ন্তিকা। এদিন তৃণমূল কংগ্রেস ভবনে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, ব্রাত্য বসু এবং সুব্রত মুখোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে তুলে নেন সায়ন্তিকা।

আরও পড়ুন-  ব্রেকিং: ভোটের মুখে মুক্তির দাবি! হাইকোর্টের দ্বারস্থ আনিসুর রহমান

তৃণমূল কংগ্রেসে যোগদান করে সায়ন্তিকা এদিন বললেন, তিনি আজ থেকে নয়, বিগত ১০ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন। আজ প্রত্যক্ষভাবে দলে যোগ দিয়ে তিনি ‘দিদি’র পাশে থেকে তাঁর হাত শক্ত করতে চান। তিনি আরো বললেন, আগামী দিনে সাধারণ মানুষের সেবা করার জন্য তিনি তৃণমূল কংগ্রেসের যোগ দিয়েছেন এবং আগামী দিনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন। সায়ন্তিকা বাংলার মানুষের কাছে আর্জি জানিয়েছেন যে তারা যেন এগিয়ে এসে নিজেদের মত প্রকাশ করেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেন। কারণ বাংলা নিজের মেয়েকেই চায়। যদিও আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি প্রার্থী হবেন কি না সে ব্যাপারে কোন ইঙ্গিত মিলল না। সায়ন্তিকা শুধু বললেন, তাঁকে দল যে দায়িত্ব দেবে, সেই দায়িত্ব তিনি ভালোভাবে পালন করতে চান।

বিগত কয়েক মাসের মধ্যে টলিউড যেন কার্যত রাজনৈতিক ময়দানে পরিণত হয়েছে। অভিনেতা যশ থেকে শুরু করে শ্রাবন্তী, পায়েল সরকার থেকে শুরু করে সিরিয়ালের অত্যন্ত জনপ্রিয় মুখ কৌশিক, সকলে যোগ দিয়েছেন বিজেপিতে। এদিকে সৌরভ দাস থেকে শুরু করে আজ সায়ন্তিকা, এর মধ্যে কৌশানি, রনিতা দাস, এনারা যোগ দিয়েছেন ঘাসফুল শিবিরে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুজনেই যেন তারকাদের বেশি প্রাধান্য দিচ্ছে। যদিও এই দুই দলের এর আগেও তারকা সদস্য ছিল, তাদের মধ্যে অনেকেই বিধায়ক থেকে সাংসদ পর্যন্ত হয়েছেন। সেই তালিকাও খুব একটা ছোট হবে না। যদিও বিধানসভা নির্বাচনের আগে তারকা সদস্যদের দলে নেওয়ার ফলে দুই দলের সত্যিই কোনো লাভ হয় কিনা সেটা জানা যাবে আগামী ২ মে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *