কলকাতা: এবার ‘রগড়ে’ দেওয়া মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি৷ আজ জামুরিয়ার সভা থেকে রগড়ানি ইস্যুতে সুর চড়ালেন তৃণমূলের তারকা প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়৷ এক হাত নিলেন বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে৷
আরও পড়ুন- ‘দাঁড়িয়ে আছে উন্নয়ন’! কবি শঙ্খ ঘোষের মৃত্যুতে ‘শোকাহত’ অনুব্রত
প্রসঙ্গত, তৃণমূলের তারকা প্রার্থী ও তৃণমূলের সমর্থক তারকাদের নিশানা করেই দিলীপ ঘোষের রগড়ে দেওয়া মন্তব্য৷ যে মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতির পারদ চড়তে শুরু করছে৷ বুধবার জামুরিয়া বিধানসভা কেন্দ্রের তৃনমুল প্রার্থী হরেরাম সিং এর সমর্থনে জনসভা করতে এসে এই ইস্যুতে সুর চড়ালেন তৃণমূলের তারকা প্রার্থী সায়ন্তিকা৷ কেন্দা পুলিশ ফাড়ি ফুটবল ময়দানে তৃণমূলের এই নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন সোহম চক্রবর্তীও৷ এদিন সরাসরি দিলীপ ঘোষকে নিশানা করে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানান সায়ন্তিকা৷
সায়ন্তিকা বলেন, ‘‘হ্যাঁ, আমি একজন তারকা৷ একজন শিল্পী৷ দিলীপ ঘোষ বলেছেন উনি নাকি শিল্পীদের রগড়ে দেবেন৷ তা কেমন ভাবে রগড়াবেন উনি?’’ দিলীপ ঘোষের কথায়, ‘‘শিল্পীরা নাচ-গান করে সেটাই ঠিক আছে৷ রাজনীতিটা আমরা করব৷ আর রাজনীতি করতে এলে রগড়ে দেব৷’’ এই কথা তুলে সায়ন্তিকা বলেন, ‘‘স্যার আপনি কী ভাবে রগড়ানি দেন সেটা একটু বলবেন? না হলে আপনার দলে যে সকল তারকা প্রার্থী আছে, তাঁদের ফোন করে জেনে নেব৷’’ এখানেই থেমে যাননি সায়ন্তিকা৷ সুর চড়িয়ে আরও বলেন, ‘‘আপনি রগড়ানি দেবেন আর আমরা চুপ করে সহ্য করব? বহিরাগতের দল এত কিছু করবে?’’
আরও পড়ুন- ‘ব্যবসা করার সময় না লোক বাঁচানোর?’ ভ্যাকসিনের দাম প্রসঙ্গে চিঠি লিখবেন মমতা
অন্যদিকে, সোহম বলেন, ‘‘দিলীপ ঘোষ বার বার আমাদের নেত্রীর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করেছেন। আমাদের নেত্রী রাস্তায় নেমে কাজ করেন। তিনি রাস্তার মানুষের পাশে দাঁড়ান। তাই তাঁর মাথা থেকে পা পর্যন্ত রাস্তার ধুলো মাখা থাকে। আর বিজেপি শুধু মিথ্যে আর অপপ্রচার করে৷’’