বাঁকুড়া: অভিনেত্রী থেকে ক্রমেই নেত্রীতে অবতীর্ণ হচ্ছেন তিনি৷ রবিবার বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূলের বিজয়া সম্মিলনীতে বক্তব্য রাখতে গিয়ে সেটাই স্পষ্ট করলেন দলের রাজ্য সাধারণ সম্পাদিকা, চিত্রাভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ষ দলবদলুদের উদ্দেশ্যে কডা বার্তা শোনা গেল তাঁর মুখে৷ বললেন, ‘‘দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভাল।’’
এরপরেই খানিকটা থেমে ফিল্মি কায়দায় বললেন, ‘‘অন্য দলে থাকো আর হারো এবং ফুটে যাও! ওটাই তোমাদের ভবিষ্যৎ৷’’ হাততালিতে ফেটে পড়ল সভাস্থল৷ রবিবার বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূলের বিজয়া সম্মিলনী যোগ দিতে এসে এভাবেই ‘দলবদলু’দের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন তিনি৷ বিষ্ণুপুর শহরের যদুভট্ট মঞ্চে এই প্রসঙ্গে বলতে গিয়ে এরপরই বিস্ফোরক মন্তব্য করেন সায়ন্তিকা, ‘‘কালসাপ দেখব, সাপুড়ে ডাকব আর বিষ দাঁত ভাঙব!’’ পরে তাদের দল থেকে ‘হটিয়ে দেওয়া’র হুঁশিয়ারিও দেন তিনি।
তবে এই ‘কালসাপ’ ‘কারা’, সেই নাম অবশ্য এদিন স্পষ্ট করেননি তিনি৷ সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে অভিনেত্রী থেকে নেত্রী হয়ে ওঠা সায়ন্তিকা বলেন, ‘‘ নিজেদের ভুল সংশোধন করে পৌরভোটে ‘ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম’ জায়গায় জয় ছিনিয়ে আনাই আমাদের লক্ষ্য। তাই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাবনার সঙ্গে এক হয়ে সকলকে কাজ করতে হবে৷’’
সম্মেলনের ভিতরেও কর্মীদের উদ্দেশ্যে তাঁকে বলতে শোনা যায়, বাংলার উন্নতির জন্য দিন রাত এক করে নেত্রী পরিশ্রম করে চলেছেন৷ কোনও অবস্থাতেই কিন্তু মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না৷ এটা সবাইকে সব সময় মাথায় রাখতে হবে৷ এদিনের সভায় সায়ন্তিকা ছাড়াও উপস্থিত ছিলেন দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি, বিধায়ক অলোক মুখোপাধ্যায়, তালডাংরার বিধায়ক অরুপ চক্রবর্তী সহ অন্যান্যরা।