কলকাতা: ত্রিপুরা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের দাপুটে নেতা কুণাল ঘোষ৷ এবার পাল্টা প্রতিক্রিয়া দিল বিজেপিও৷ বিজেপির রাজ্য নেতা সায়ন্তন বসু ব্যাঙ্গের সুরে বললেন, ‘‘রোজই তো আমাদের নামে পশ্চিম বাংলায় মামলা হয়। ওখানে দু চারটে মামলা হোক না ওদের নামে। যখন আন্দোলন করবেন, যখন লড়াই করবেন, যখন বিপ্লবের কথা বলবেন, তখন দু চারটে মামলা ফেস করতে পারবেন না। মামলা তো সামলাতেই হবে।’’
পুলিশের কাজে বাধা দান, অভব্য আচরণের অভিযোগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, ব্রাত্য বসু এবং দোলা সেনদের বিরুদ্ধে মামলা রুজু করেছে ত্রিপুরার খোয়াই থানার পুলিশ৷ পাল্টা হিসেবে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল৷ ‘‘কোর্টে সেদিন পুলিশ অভিযোগ জানাল না কেন?’’প্রশ্ন তুলেছেন কুণাল৷ তারই জবাবে সায়ন্তন বলেন, ‘‘টিভিতে তো আমরা সকলেই দেখেছি কিভাবে তৃণমূলের লোকজন এই কাণ্ডটি করেছেন। স্বাভাবিক ভাবেই সেখানে সরকার মামলা করবে। মামলা করতে তো কোনও অসুবিধা নেই। ত্রিপুরা সরকারের সিদ্ধান্ত আইন অনুসারে হয়েছে এবং যা হওয়া উচিত ছিল, সরকারের যা মনে হয়েছে তাই করেছে।’’
ইতিমধ্যেই তৃণমূলের তরফে দাবি করা হচ্ছে, আগামী নির্বাচনে তাঁরা ত্রিপুরা দখল করবে৷ এই প্রসঙ্গেও তীব্র কটাক্ষ করেছেন সায়ন্তন৷ তাঁর কথায়, ‘‘সমস্যা একটাই বিজেপি সারা দেশের পার্টি। আর ত্রিপুরায় তৃণমূলের কোনও অস্তিত্ব নেই। এমনকি ওদের যে পলিটিক্যাল সিম্বল সেটাও ত্রিপুরায় রিজার্ভ নয়। আগে পার্টিকে প্রতিষ্ঠা করুক, তারপর সেখানে গিয়ে বড় বড় কথা বলবে।’’