তৃণমূলের বাধায় রবীন্দ্রনাথের গলায় মালা না দিয়েই ফিরতে হল সায়ন্তনকে

তৃণমূলের বাধায় রবীন্দ্রনাথের গলায় মালা না দিয়েই ফিরতে হল সায়ন্তনকে

7bc6f1bd30b147bc80b7b2107b282c1f

খড়দহ: বিজেপি নেতা সায়ন্তন বসুকে ঘিরে গো ব্যাক স্লোগান দিলেন তৃণমূল কর্মীরা৷ যার জেরে মঙ্গলবার দুপুরে ব্যাপক উত্তেজনা ছড়াল খড়দহের ফেরিঘাট এলাকায়। মঙ্গলবার খড়দহের ফেরিঘাট এলাকায় রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মালা দিতে আসেন বিজেপি নেতা সায়ন্তন বসু। সেই সময় তাকে রবীন্দ্র নাথ ঠাকুরের মূর্তিতে মালা দিয়ে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। যার জেরে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়৷

এদিন খড়দহের ফেরিঘাট এলাকায় বিজেপি নেতা পৌঁছলে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। সায়ন্তন বসুর উদ্দেশে কালো পতাকা ও দেখানো হয়। বিজেপির অভিযোগ, তাঁকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান দেন তৃণমূল নেতাকর্মী। সেই সময় দু’পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয় ও পরে ধস্তাধস্তিও শুরু হয় বিজেপির ও তৃণমূল কর্মীদের মধ্যে। রবীন্দ্রনাথের মূর্তি ঘিরে রাখেন তৃণমূল কর্মীরা। অবশেষে মালা না দিয়ে ফিরে আসতে বাধ্য হন বিজেপি নেতা সায়ন্তন বসু।

পরে সায়ন্তন বসু বলেন, ‘‘বাংলায় জঙ্গল রাজ চলছে৷ মণীষীদের মূর্তি নিয়েও রাজনীতি করছে তৃণমূল৷’’ একই সঙ্গে তিনি বলেন, ‘‘তৃণমূল ভাবছে এভাবে জঙ্গলরাজ কায়েম করে রাখবে৷ কিন্তু বাংলার মানুষ সব দেখতে পাচ্ছেন৷ তাঁরাই এর জবাব দেবেন৷’’ যদিও অভিযোগ উড়িয়ে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, উনি এলাকায় বিশৃঙ্খলা তৈরি করতে এসেছিলেন৷ সাধারণ মানুষ তার প্রতিবাদ জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *