‘লেডি তালিবান দেখতে হলে কালীঘাটে আসুন’, কাকে উদ্দেশ্য করে বললেন সায়ন্তন?

‘লেডি তালিবান দেখতে হলে কালীঘাটে আসুন’, কাকে উদ্দেশ্য করে বললেন সায়ন্তন?

 

কলকাতা: তালিবানের সঙ্গে তৃণমূল জমানার তুলনা টেনে শনিবারই একাধিক অভিযোগ সামনে এনেছিলেন বিজেপির রাজ্য নেতা সায়ন্তন বসু৷ এবার বাদ গেল না রাখী পূর্ণিমাও৷ শনিবার পশ্চিম মেদিনীপুরের দাঁতনে রাজনৈতিক খুনের শিকার হয়েছেন এক বিজেপি কর্মী৷ ওই প্রসঙ্গে বলতে গিয়ে সায়ন্তন বলেন, ‘‘শুধু দাঁতন কেন, বাংলার চতুর্দিকে হিংসার ঘটনা ঘটছে। তালিবানি শাসনে যা যা ঘটেছে বা যা ঘটছে, তালিবান বিরোধী লোকজনদের খুন করে ফেলা, গলা টিপে খুন করা, ঝুলিয়ে দেওয়া, পেশী ছিঁড়ে নেওয়া,  একই কায়দায় পশ্চিমবঙ্গেও হিংসা চলছে৷’’

এরপরই বিস্ফোরক মন্তব্য করেছেন কৌশলী সায়ন্তন, ‘‘লেডি তালিবান যদি দেখতে চান তাহলে পশ্চিমবঙ্গে চলে আসুন৷ টিকিট কাটার দরকার নেই৷ কাবুলে যাওয়ার দরকার নেই৷ কালীঘাটেই দেখতে পাবেন।’’ কাকে উদ্দেশ্য করে একথা বলছেন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘কালীঘাটে যে লেডি তালিবান থাকে তাঁকে উদ্দেশ্য করেই বলছি।’’

এদিন সল্টলেকে একাধিক রাখী বন্ধন অনুষ্ঠানে যোগ দেন বিজেপি নেতা সায়ন্তন বসু। প্রথমে সল্টলেকের বিডি মার্কেটে বিজেপি কর্মী সমর্থকরা সায়ন্তনকে রাখী পরিয়ে দেন। এর পর সল্টলেক ১০ নম্বর ট্যাঙ্কের একটি রাখী উৎসবে অংশ নেয় তিনি৷ সেখানে রাখী পরিয়ে মাস্ক ও ছাতা দেওয়া হয়। সল্টলেকর করুনাময়ী মোড়ে বিজেপি মহিলা মোর্চার রাখি উৎসবেও অংশ নেন তিনি৷ সেখানেই এই বিস্ফোরক মন্তব্য করেন সায়ন্তন৷ আর্জি জানান, ‘‘সকলে একসঙ্গে থাকুন। বাংলায় যে তালিবানি প্রথা চলছে, সেই তালিবানি প্রথার সমাপ্ত হোক। কারণ পশ্চিমবঙ্গে এই সরকার থাকা মানে তালিবানরা উত্তলিত হবে।’’

এবারে ত্রিপুরায় এক সপ্তাহ ধরে রাখী বন্ধন উৎসব করার পরিকল্পনা নিয়েছে তৃণমূল৷ এই প্রসঙ্গেও তীব্র কটাক্ষ করেছেন সায়ন্তন, ‘‘সপ্তাহ কেন সারা জীবন ধরে রাখী পরাক, কোনও অসুবিধা নেই। পুরো ৩৬৫ ধরে রাখী পরাতে থাকুক, রোজ সকাল বিকাল রাখী পরাতে থাকুক তাতে আমাদের কোনও আপত্তি নেই। তবে এখানকার তৃনমুল নেতাদের বলছি, মাঝে মধ্যে আফগানিস্তান গিয়ে রাখি পরানোর পরিকল্পনা করুন! ভাল থাকবেন!’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + eighteen =