কাঁথি: ‘কাঁথি চলো’ ডাক দিয়েছে কাঁথি সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেস। উপস্থিত থাকবেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা অভিনেত্রী সায়নী ঘোষ। কাঁথি শহরের ডরমেটরি মাঠে সভার আয়োজন করা হয়েছে। প্রস্তুতি প্রায় শেষের পথে। রবিবার মাঠ পরিদর্শনে যান কাঁথি সংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সুপ্রকাশ গিরি, মামুদ হোসেন, রামগোবিন্দ দাস সহ তৃনমূল নেতৃত্বরা।
শনিবার তমলুকে নিমতৌড়িতে বিজেপির রক্তদান শিবিরে উপস্থিত হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুংকার দিয়েছিলেন, ” পিকচার আভি বাকি হ্যায় “। কাঁথি শহরে দীর্ঘদিন ধরে অধিকারী গড় হিসেবে পরিচিত, সেই গড়েই ধস নামাতে পারে কাঁথি সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেস। সভায় বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করা কয়েকজন কাউন্সিলরের উপস্থিত থাকার কথা। আবারও নেত্রী সায়নী ঘোষের হাত ধরে পুনরায় তৃণমূলে যোগদান করতে পারেন শুভেন্দু অধিকারী ঘনিষ্ট কাউন্সিলার এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। যদিও এই বিষব তৃনমূল নেত্বয় কাছ থেকে কোন সুপষ্ট প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পাশাপাশি কয়েক শতাধিক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে পারেন কর্মী-সমর্থকরা। সভায় থাকতে পারেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। উক্ত সভায় কাঁথি সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি, এছাড়া উপস্থিত থাকতে পারেন তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা এগরা বিধায়ক তরুণ কুমার মাইতি অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। কাঁথি সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি বলেন, “কোভিড বিধি মেনেই সভার আয়োজন করা হয়েছে। প্রস্তুতি প্রায় সম্পন্ন।”