বার্নপুর: আসানসোল দক্ষিণ থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন সায়নী ঘোষ। স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন তাঁর নাম। ভোটের টিকিট পেয়ে এখন তাই জোরকদমে প্রচারে নেমে পড়েছেন টলিউডের তারকা অভিনেত্রী। কিন্তু পুরোনো বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না সায়নী ঘোষের।
বছর পাঁচেক আগে সোশ্যাল মিডিয়ায় শিবলিঙ্গে কন্ডোম পড়ানোর বিতর্কিত ছবি পোস্ট করার অভিযোগ উঠেছিল টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সায়নী ঘোষের বিরুদ্ধে। ভোটের টিকিট পাওয়ার পর তার জেরেই এখন পদে পদে সমস্যায় পড়তে হচ্ছে তৃণমূলের নয়া তারকাকে। এদিন স্বামী বিবেকানন্দের মূর্তিতে মালা দিতে গিয়ে বাঁধার সম্মুখীন হয়েছেন আসানসোল দক্ষিণের ঘাসফুল প্রার্থী সায়নী ঘোষ। অভিযোগ, এলাকার বিজেপি সমর্থকরাই এই কাজ করেছে। একুশের বিধানসভা নির্বাচনের আগে এহেন ঘটনা উস্কে দিয়েছে সংশ্লিষ্ট অঞ্চলের রাজনৈতিক উত্তাপ।
ঠিক কী ঘটেছিল? জানা গেছে, স্বামীজির মূর্তিতে মালা পড়াতে দেওয়া হবে না বলে সায়নী ঘোষের আসার আগে থেকে মূর্তির বাউন্ডারিতে তালা ঝুলিয়ে দেয় স্থানীয় গেরুয়া কর্মীরা। বিজেপির দাবি, সায়নী ঘোষ সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছিলেন, তাই স্বামীজির মূর্তিতে মালা দেওয়ার অধিকার নেই তাঁর। ঐ ঘটনায় এলাকায় সাময়িক চাঞ্চল্য তৈরি হলেও পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উক্ত তালাটি ভেঙে তৃণমূল কংগ্রেসের কর্মসূচি বাস্তবায়িত করা হয়।
উল্লেখ্য, বছর পাঁচেক আগে সায়নী ঘোষের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করা হয়েছিল, যেখানে দেখা গেছে শিবলিঙ্গে কন্ডোম পড়ানো হচ্ছে। স্বভাবতই এই পোস্ট তীব্র বিতর্কের সৃষ্টি করে। অভিনেত্রীর সেই সময়কার সাফাই ছিল, তাঁর অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হওয়ার পর পুরোনো এই বিতর্ককেই সায়নী ঘোষের বিরুদ্ধে অন্যতম হাতিয়ার করতে চাইছে বিরোধীরা। কলঙ্ক মোচনে অবশ্য মরিয়া অভিনেত্রীও। দিন কয়েক আগেই আসানসোল দক্ষিণে শিব মন্দিরে পুজো দিয়েই ভোট প্রচার শুরু করেছেন তিনি।