Aajbikel

SSKM বয়কটের ডাক মদনের, ক্ষোভ উগরে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপও দাবি

 | 
মদন

কলকাতা: রোগী ভর্তি করাতে গিয়ে বিপাকে পড়লেন খোদ রাজ্যের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। তাঁর বড়সড় অভিযোগ এসএসকেএম হাসপাতালের বিরুদ্ধে। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপও দাবি করেছেন তিনি। আর সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছেন, সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত যেন তারা এই হাসপাতাল বয়কট করেন! মদনের কথায়, 'সে নো টু পিজি'। কিন্তু কী এমন হল যার জন্য খোদ রাজ্যের বিধায়কই এমন কথা বললেন? 

জানা গিয়েছে, বাইক দুর্ঘটনাগ্রস্ত এক রোগীকে পিজিতে ভর্তি করাতে পারেননি মদন মিত্র। রোগীকে ছ'ঘণ্টা অ্যাম্বুল্যান্সেই রেখে দিতে হয় বলে অভিযোগ। আরও দাবি করা হয়েছে, স্বাস্থ্য সচিব, মন্ত্রীকে জানিয়েও কোনও সুরাহা মেলেনি। শুক্রবার মধ্যরাতে এসএসকেম-এ এমনই ঘটনা ঘটেছে। আর তাই মদন এই হাসপাতাল বয়কটের দাবি তুলেছেন। তাঁর বক্তব্য, রাজ্যের বিধায়ককে এই অবস্থার মধ্যে পড়তে হলে, সাধারণ মানুষের কী অবস্থা হবে তা বোঝা যাচ্ছে। এই প্রেক্ষিতেই তাঁর বড় দাবি, এখানে দালালরাজ চলছে। টাকার খেলা চলছে চারিদিকে। টাকা দিলে তবেই মেলে স্বাস্থ্য পরিষেবা। এ নিয়ে মামলার হুঁশিয়ারিও দেন তিনি।

মদন মিত্র সংবাদমাধ্যমে এও জানিয়েছেন, রাতেই রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে কথা হয়েছিল তাঁর। রোগীকে যে ডাক্তার দেখছেন এমন কথাই তিনি জানিয়েছিলেন। কিন্তু কিন্তু রোগীর পরিজনদের দাবি, এমন কিছুই হয়নি। কোনও ডাক্তারই রোগীকে দেখেননি। এই নিয়ে আরও ক্ষোভ হয় মদনের। রাজ্যের মন্ত্রীকেই কেন মিথ্যে বলা হল সেই প্রশ্ন তোলেন তিনি। মদনের আরও দাবি, সিপিএম-এর আমল হলে এক মিনিট লাগত ভর্তি করতে।  

Around The Web

Trending News

You May like