কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশে বিজেপির গণতন্ত্র বাঁচাও যাত্রা আপাতত স্থগিত। বুধবার, কলকাতায় বিজেপির সদর কার্যালয়ে বৈঠকে বসে কোর কমিটি। উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়, বাবুল সুপ্রিয়, মুকুল রায়, রাহুল সিনহা সহ বিজেপি নেতৃত্ব।
বৈঠকে সিদ্ধান্ত হয়, আপাতত রাজ্যে বড় সভা আয়োজনেই সীমাবদ্ধ থাকছে গেরুয়া শিবির। ৮ ফেব্রুয়ারি ব্রিগেডে সভা করবে বিজেপি। সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া, এ মাসের ২০ তারিখ থেকে ২২ তারিখ ৫টি সভা করার কথা বিজেপির সর্বভাতীয় সভাপতি অমিত শাহের। ২০ তারিখ মালদা, ২১-শে সিউড়ি ও ঝাড়গ্রাম, ২২ তারিখ জয়নগর আর কৃষ্ণনগরে অমিত শাহের সভার কর্মসূচি স্থির হয়েছে। মোদির সভার আগে গ্রামে গ্রামে সাইকেল ব়্যালি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, বাইক ব়্যালি করবে বিজেপি যুব মোর্চা। ৮ ফেব্রুয়ারি ছাড়াও রাজ্য বিজেপির তরফে প্রধানমন্ত্রীর আরও ২টি সভা করার উদ্যোগ নেওয়া হচ্ছে।