রাজ্যে জাতীয় শিক্ষানীতি প্রয়োগের পদক্ষেপ, রুখে দাঁড়াচ্ছে শিক্ষা সংগঠন

রাজ্যে জাতীয় শিক্ষানীতি প্রয়োগের পদক্ষেপ, রুখে দাঁড়াচ্ছে শিক্ষা সংগঠন

কলকাতা: জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নের লক্ষ্যে পদক্ষেপ করেছে তৃণমূল কংগ্রেস সরকার। আগামী শিক্ষাবর্ষ থেকে আর তিন বছর নয়, স্নাতকের পাঠ্যক্রম হবে চার বছরের, এমনই জানান হয়েছে। স্বাভাবিকভাবেই এই নিয়ে প্রশ্ন উঠেছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে তীব্র নিন্দা করেছে ‘অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটি’। তারা ইতিমধ্যে এই ইস্যুতে একটি সাংবাদিক বৈঠক ডেকেছে।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর মউ স্বাক্ষর দোরগোড়ায়, শহরে শাখা প্রায় নিশ্চিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের

ইতিমধ্যেই জানা গিয়েছে, জাতীয় শিক্ষানীতি অনুসারে আগামী শিক্ষাবর্ষ থেকে স্নাতক স্তরের ‘কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক’ কার্যকর করতে রাজ্যের সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। উচ্চশিক্ষা দফতরের সহ-সচিবের স্বাক্ষরিত এই নির্দেশ বিশ্ববিদ্যালয়গুলির রেজিস্ট্রারদের কাছে পাঠানো হয়েছে। কিন্তু এই সিদ্ধান্ত কোনও ভাবেই মেনে নিতে রাজি নয় শিক্ষা সংগঠন। ‘অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটি’র সম্পাদক বিশ্বজিত মিত্র জানিয়েছেন, জাতীয় শিক্ষা নীতি ২০২০ রাজ্যের সর্বত্র চালু করার জন্য রাজ্য সরকারের যে নির্দেশিকা বিশ্ববিদ্যালয়গুলিতে এসেছে তার প্রতিবাদে ‘অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটি; পক্ষ থেকে কলকাতা প্রেসক্লাবে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছে। সেভ এডুকেশন কমিটির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অধ্যাপক তরুণ নস্কর এবং রাজ্য সভাপতি প্রাক্তন উপাচার্য অধ্যাপক চন্দ্রশেখর চক্রবর্তী সেখানে উপস্থিত থাকবেন।