ফের সৌমিত্রের নিশানায় রাজ্য বিজেপি নেতৃত্ব! বললেন, মমতার সঙ্গে সাক্ষাতে আপত্তি নেই তাঁর

কলকাতা: লোকসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই ‘সুর বদল’ বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-এর৷ দলীয় নেতৃত্বকে বিঁধে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের…

কলকাতা: লোকসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই ‘সুর বদল’ বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-এর৷ দলীয় নেতৃত্বকে বিঁধে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেছিলেন তিনি৷ বিজেপির অস্বস্তি আরও বাড়িয়ে এবার সৌমিত্র জানালেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতেও আপত্তি নেই তাঁর৷

 

এদিন আরও একবার দলের রণকৌশলকে প্রশ্নের মুখে ফেলে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ বলেন, একশো দিনের কাজ, আবাস যোজনার মতো প্রকল্পের টাকা আটকে ভোটে ভাল ফল করা যায় না৷ ভোটের ফল প্রকাশের পর থেকে যেভাবে সৌমিত্র খাঁ দলীয় নেতৃত্বকে আক্রমণ শানাতে শুরু করেছে, তাতে বিজেপি’র অস্বস্তি বাড়ছে বৈকি৷ লাগাতার তৃণমূলের শীর্ষ নেতৃত্বের স্তুতি স্বভাবতই সৌমিত্র খাঁয়ের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা বাড়িয়ে তুলেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *