সইফুদ্দিন হত্যাকাণ্ডের পর খুনের হুমকি শওকতকে! বিস্ফোরক দাবি তৃণমূল নেতার

সইফুদ্দিন হত্যাকাণ্ডের পর খুনের হুমকি শওকতকে! বিস্ফোরক দাবি তৃণমূল নেতার

saukat molla

কলকাতা: ‘তোকেও খুন করব। তৈরি থাকিস।’ না, জয়নগরের তৃণমূল নেতা সইফুদ্দিন লস্করকে এইভাবে হুমকি দিয়ে হত্যা করা হয়নি। তবে তাঁর খুনের ঘটনার পর এমন হুমকি এসেছে অন্য এক তৃণমূল নেতার কাছে। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা দাবি করেছেন যে, তাঁকে এইভাবে হুমকি দেওয়া হয়েছে ফোন করে। এই বিষয়ে তিনি ইতিমধ্যেই পুলিশকে জানিয়েছেন। 

সইফুদ্দিন লস্কর খুনের ঘটনায় উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার জয়নগর। এই ঘটনার আবহেই এবার শওকতের মোল্লার বিস্ফোরক দাবি। তিনি জানান, সকাল ১০টা নাগাদ ভাঙড়ের পথে যাওয়ার সময় তাঁর হুমকি ফোন এসেছিল। খুনের হুমকি দেওয়ার পাশাপাশি তাঁকে কদর্য ভাষায় আক্রমণ করা হয় বলেও দাবি করেছেন শাসক দলের নেতা। গালিগালাজ দিয়ে তাঁকে ক্যানিংয়ে নয়তো ভাঙড়ে খুন করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। এমনকি যে নম্বর থেকে ফোন এসেছিল, সেটিও প্রকাশ্যে আনেন তিনি। যদিও শওকতের এই দাবি শুনে পাল্টা তাঁর দলকেই নিশানা করেছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। 

নওশাদের কথায়, যাকে খুনের হুমকি দেওয়া হচ্ছে তিনি শাসক দলের বিধায়ক। তাহলে তাঁকে কী ভাবে এই হুমকি দেওয়া হচ্ছে। এখানে পুলিশ বা প্রশাসনের কী ভূমিকা তা নিয়েও প্রশ্ন তোলেন নওশাদ সিদ্দিকী। একই সঙ্গে তাঁর দাবি, প্রশাসন যদি সময় মতো কাজ করে তাহলে এই ধরনের ঘটনাই ঘটে না।       

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 3 =