‘মীরজাফরের মতোই শুভেন্দুর নাম স্মরণ করা হবে’, তোপ সৌগতর

‘মীরজাফরের মতোই শুভেন্দুর নাম স্মরণ করা হবে’, তোপ সৌগতর

কলকাতা:  বিজেপি’তে যোগদানের পর আজ বর্ধমানের পূর্বস্থলীতে ছিল শুভেন্দু অধিকারীর প্রথম জনসভা৷ ওই সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানলেন তিনি৷ তৃণমূল কংগ্রেস কোম্পানিতে পরিণত হয়ে গিয়েছে বলে তোপ দাগলেন তিনি৷ বললেন, অমিত শাহ টাইট দেওয়ার গরু পাচার- কয়লা পাচার বন্ধ হয়েছে৷ এবার ক্ষমতায় এলে কিডনি পাচার করবে৷ তাঁর এই মন্তব্যের বিরুদ্ধে পাল্টা তোপ দাগেন তৃণমূল সাংসদ সৌগত রায়৷ তিনি বলন, কিডনি পাচারের মতো জঘন্য কাজ বিজেপি করতে পারে, তৃণমূল নয়৷ 

আরও পড়ুন- মৃত সিভিক ভলেন্টিয়ারের পরিবারের প্রত্যেককে চাকরি, ঘোষণা মমতার

সৌগত রায় বলেন, ‘‘শুভেন্দু অধিকারী আমাদের দল থেকে সমস্ত সুযোগ সুবিধা নিয়েছে৷ এখন বিজেপি’তে গিয়েছে আরও কিছু পাওয়ার আশায়৷ সে কারণেই এ হেন কথা বলছেন৷ ওঁর কথায় কোনও মূল্য নেই৷ তাঁর কথায়, শুভেন্দু যে কিডনি পাচারের কথা বলছেন, ওই ধরনের জঘন্য কাজ বিজেপি’ই করতে পারে৷ তৃণমূল নয়৷ যে দল ওকে লোকসভায় জেতাল, দু’বার বিধানসভায় জেতাল, মন্ত্রী করল, সেই দলের নামেই একথা বলছেন শুভেন্দু৷ মন্ত্রিত্বের ঘি, দুধ সব খেয়ে এখন তৃণমূলকে কিডনি পাচারকারী বলছে৷ শুভেন্দু অনেক নীচে নেমে গিয়েছে৷ তোলাবাজ ভাইপো বলছে৷ 

আরও পড়ুন- ‘বিজেপি আশ্রয় না দিলে উঠে যেত তৃণমূল, এবার ওদের কিডনি পাচারও বন্ধ হবে’

সৌগতর কথায়, শুভেন্দুর কোনও নীতী নেই৷ উনি তৃণমূলে থেকেও ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করেননি৷ উনি আসলে হিন্দুত্ববাদী৷ মীরজাফররের মতোই মানুষ শুভেন্দু অধিকারীর নাম স্মরণ করবে৷ তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হিম্মত ছিল বলেই উনি নতুন দল করেছিলেন৷ শুভেন্দুর সেই সাহস নেই৷ বিজেপি’তে গিয়ে যোগ দিলেন৷ নিজে আলাদা দল করলে বুঝতাম উনি সাহসী৷ আমরা কংগ্রেস ভেঙে তৈরি হয়েছি ঠিকই৷ কিন্তু তৃণমূল স্বাধীন সত্ত্বা বিসর্জন দেয়নি৷ শুভেন্দু ব্যক্তি হিসাবেই তাঁর স্বাধীন সত্ত্বা বিসর্জন দিয়েছেন৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + five =