বারাসত: দলের মধ্যে পুরনো নেতৃত্বকে গুরুত্ব দিতে হবে৷ এই কথা বলতে গিয়ে মঞ্চে সাংসদ সৌগত রায় তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠনের দু’টি গ্রুপের কথা উল্লেখ করে ফেললেন। বললেন, ‘‘তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠনে দুটি আলাদা আলাদা গ্রুপ। একই জায়গায় আলাদা আলাদা দুটো গ্রুপ কি করে হতে পারে? এটা দলের জন্য ভালো নয়৷’’
শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষকদের নিয়ে আয়োজিত মধ্যমগ্রাম নজরুল মঞ্চের অনুষ্ঠানে সৌগত রায় স্পষ্ট জানিয়ে দেন যেন অপর শিক্ষক সংগঠনের একটি অনুষ্ঠান রয়েছে আগামীকাল৷ কিন্তু তিনি সেখানে যাবেন না। মঞ্চ থেকে নেমে সাংবাদিকদের সৌগত রায় জানান, ‘‘এই জেলায় শিক্ষকদের দুটো গ্রুপ৷ কেন এমন হবে তা নিয়ে দলের সভাপতি সুব্রত বক্সীর সঙ্গে কথা বলব৷’’
তৃণমূলের বর্ষীয়ান নেতা সাংসদের মুখে এহেন কথা শুনে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়ে যান অনুষ্ঠানে হাজির হওয়া শিক্ষক নেতারা৷ প্রকাশ্যে চলে আসে তৃণমূলের দুই গোষ্ঠীর প্রসঙ্গও৷ যদিও দলের জেলা সভাপতি সম্রাট চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘‘তৃণমূলের জন্মলগ্ন থেকে আমি সংগঠন করে আসছি৷ দ্বিতীয় কোন সংগঠন আছে কি না আমার জানা নেই।’’ যদিও দলীয় সূত্রের খবর, সাম্প্রতিককালের উত্তর ২৪পরগনা জেলায় ডিপিএসসি চেয়ারম্যান হয়েছেন দেবব্রত সরকার৷ তিনি আলাদা করে একটি প্যারালাল সংগঠন তৈরি করেছেন বলে অভিযোগ উঠেছে৷
যদিও এবিষয়ে প্রশ্ন করা হলে শিক্ষকদের রাজ্য সভাপতি দিব্যেন্দু মুখোপাধ্যায় জানান, ‘‘বিষয়টি তিনি জানতেন না৷ গোটা বিষয় নিয়ে দলের নেতৃত্বের সঙ্গে তিনি কথা বলবেন৷’’ অন্যদিকে দেবব্রত সরকার টেলিফোনের অপরপ্রান্ত থেকে দাবি করেছেন, ‘‘সৌগত রায় আমাকে চিঠি করে সংগঠনের সভাপতি হতে বলেছেন৷’’