কলকাতা: দমদমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বালিকার মৃত্যুতে ধুন্ধুমার কাণ্ড৷ সৌগত রায়ের সামনেই কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলারের সঙ্গে তৃণমূলের তুমুল বচসা৷ এদিকে, মৃত বালিকাদের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেন সৌগত রায়৷ সাহায্য ফিরিয়ে দেয় অনুষ্কার পরিবার৷
আরও পড়ুন- বিজেপির দুই ভাই! ED, CBI-কে একহাত অভিষেকের
পরিবারের দাবি, প্রশাসন একটু সতর্ক হলে এ ভাবে দুই শিশুকে প্রাণ হারাতে হত না৷ নিহত এক বালিকার মা বলেন, আমাদের ২ লাখ টাকা দিতে গিয়েছিল৷ আমরা নিইনি৷ আমি ৪ লাখ টাকা দেব৷ ঘর বাড়ি বিক্রি করে টাকা দেব ওঁনাদের৷ আমার মেয়েকে ফেরত এনে দিক৷
অভিযোগ, বৃষ্টির আগে থেকেই তার খোলা ছিল৷ জমা জলেই পড়েছিল হাইটেনশন তার৷ বিদ্যুৎ দফতরকে জানানো হলেও তা সরানো হয়নি৷ গাফিলতির অভিযোগ উঠেছে প্রশাসনের বিরুদ্ধে৷ অন্যদিকে, মৃত বালিকার পরিবারের সঙ্গে দেখা করা নিয়ে তুমুল বচসা বাধে প্রাক্তন কংগ্রেস কাউন্সিলার ও তৃণমূল কর্মীদের মধ্যে৷ পরিস্থিতি হাতাহাতির জায়গায় পৌঁছয়৷ সৌগত রায় বলেন, সারা বছর এরা লোকের সঙ্গে থাকে না৷ এখন এসে কী লাভ! যেটুকু করার আমরাই করব৷
এদিকে দুই বালিকার দেহ ময়নাতদন্ত হয়ে গিয়েছে৷ অনুষ্কা নন্দীর দেহ তুলে দেওয়া হয়েছে তাঁর পরিবারের হাতে৷ স্নেহা বণিকের দেহও তআজই তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হবে৷ এই ঘটনায় সকলেই শোকস্তব্ধ৷ ময়নাতদন্তে প্রাথমিক ভাবে জানা গিয়েছে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মৃত্যু ঘটেছে৷
দমদমের মতিঝিলে এই ঘটনা ঘটে৷ বুধবার, বিকেলে বাড়ি থেকে বেরিয়েছিল দুই কিশোরী অনুষ্কা নন্দী ও স্নেহা বনিক। পুরো রাস্তা জলমগ্ন থাকায়, যাওয়ার সময় ল্যাম্পপোস্টে হাত দেয় এক কিশোরী। সঙ্গে সঙ্গে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। বন্ধুকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় অন্য কিশোরীও। স্থানীয়রাই দু’জনকে উদ্ধার করে
আরজি কর মেডিক্যাল কলেজে নিয়ে যায়৷ সেখানে তাদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।