santu
কলকাতা: উত্তপ্ত সন্দেশখালি থেকে গ্রেফতার হয়েছিলেন রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পান। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহারের আর্জি জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল রিপাবলিক বাংলা। মামলাটি ওঠে বিচারপতি কৌশিক চন্দের সিঙ্গল বেঞ্চে৷ বৃহস্পতিবার সন্তু পানকে জামিন দিল উচ্চ আদালত৷ সেই সঙ্গে তদন্ত প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে হাই কোর্ট
এদিনের শুনানি পর্বে আইনজীবী মহেশ জেঠমালানি বলেন, পুলিশি ক্ষমতার অপব্যবহার করা হয়েছে৷ তিনি আরও বলেন,সম্ভ্রমহানির অভিযোগ ছাড়া বাকি সবটাই জামিনযোগ্য৷ শুনানির পর বিচারপতি কৌশিক চন্দ বলেন, ‘‘এফআইআর দেখে প্রাথমিকভাবে অযৌক্তিক এবং মোটিভেটেড বলে মনে হচ্ছে। এফআইআর দেখে গোপন জবানবন্দিতে কী থাকতে পারে সেটাও স্পষ্ট।’’ আদালতের নির্দেশ সত্ত্বেও, সম্ভ্রমহানির অংশ পেশ করা ভিডিওতে দেখাতে ব্যর্থ হয় রাজ্য। এদিন রাজ্যকে কার্যত ভর্ৎসনা করেন বিচারপতি কৌশিক চন্দ।