সাঁতরাগাছি রেল পুলিশের আউট পোস্ট পরিণত এখন ইনভেস্টিগেশন সেন্টার

সাঁতরাগাছি রেল পুলিশের আউট পোস্ট পরিণত এখন ইনভেস্টিগেশন সেন্টার

হাওড়া: সেই ১৯৫০ সাল থেকে, অর্থাৎ স্বাধীনতার ঠিক তিন বছর পরেও শুরু হয়েছিল পথ চলা৷ অবশেষে স্বীকৃতি পেল সাঁতরাগাছি৷ এতদিন রেল পুলিশের আউটপোস্ট ছিল সাঁতরাগাছিতে৷ রবিবার থেকে সেই আউটপোস্ট অতীত৷ পরিণত হল রেলওয়ে ইনভেস্টিগেশন সেন্টারে৷ ফলে কোনও সমস্যা হলে যাত্রীদের আর ছুটতে হবে না শালিমার৷ সাঁতরাগাছি থেকেই হবে সমস্যার সমাধান৷

১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের দিন নয়া ইনভেস্টিগেশন সেন্টারের উদ্বোধন করলেন ডিআইজি, রেল (পঃ বঃ) সোমা দাস মিত্র। হাজির ছিলেন রেলের পদস্থ আধিকারিকেরা৷  এদিন এক সাংবাদিক বৈঠকে রেলের ডিআইজি সোমা দাস মিত্র বলেন, ‘‘শালিমার জিআরপিএসের অধীনে থাকা সাঁতরাগাছি জিআরপিপি ( পুলিশ আউট পোস্ট )-কে এবার সাঁতরাগাছি ইনভেস্টিগেশন সেন্টারে পরিণত করা হল। আগামী দিনে দক্ষিণ পূর্ব রেলের আরও বেশি ট্রেন সাঁতরাগাছি থেকেই চলাচল করবে। এর ফলে মানুষ আরও বেশি করে সাঁতরাগাছি স্টেশন ব্যবহার করবেন।  একই সঙ্গে কোনও ঘটনার অভিযোগ জানাতে এখন থেকে যাত্রীদের আর শালিমার জিআরপিএসে যেতে হবে না। এখানে এসেই অভিযোগ জানাতে পারবেন। এখানের পুলিশ আধিকারিকরাই সেই কেসের তদন্ত করতে পারবেন।’’

সামান্য বৃষ্টিতে জলমগ্ন হয়ে যায় সাঁতরাগাছি স্টেশনে আসা যাওয়ার রাস্তা৷ শুধু রেল যাত্রী নয়, সমস্যায় পড়েন রেল কোয়র্টারে থাকা রেল কর্মীরা ও তাঁদের পরিজনেরা৷ এবিষয়ে ডিআইজি বলেন, ‘‘জল নিকাশির ক্ষেত্রে সমস্যা রয়েছে৷ দ্রুত তা সমাধানের পদক্ষেপ নেওয়া হচ্ছে৷’’ তিনি জানান, নতুন এসআরপি ম্যাডাম ইতিমধ্যেই বিষয়টি নিয়ে ডিআরএমের সঙ্গে কথা বলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 8 =