গাইঘাটা: মতুয়া সম্প্রদায়ের ভোট নিয়ে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস এবং বিজেপির দ্বন্দ্ব। সেই ভোট কে পাবে আর কাদের সুবিধা হবে তাই নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই চলছে বিধানসভা নির্বাচন। আর এই আবহে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্না। গাইঘাটা থানায় অভিযোগ জানিয়ে তিনি বলেছেন, শান্তনু ঠাকুর খুনের হুমকি দিচ্ছেন! এই কারণে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান মধুপর্না।
তৃণমূলের প্রাক্তন সাংসদের মেয়ের অভিযোগ, মা মমতা বালা ঠাকুর যেখানে মেলা করেন সেখানে তিনি গিয়েছিলেন। ওখানে বিজেপি সাংসদ তাকে দেখে হুমকি দেন যে এক্ষুনি যদি বাড়ি না চলে যায় সে তাহলে ঘরদোর ভেঙে দেবে, সূর্যের মুখ দেখতে দেবে না, খুন করে দেবে! এরপর এই গাইঘাটা থানায় গিয়ে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের নামে অভিযোগ দায়ের করেন তিনি। মধুপর্নার বক্তব্য, এইরকম হুমকি পেয়ে তিনি এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন, তার মনে হচ্ছে যখন তখন যা কিছু হয়ে যেতে পারে। উল্লেখ্য, মমতাবালা ঠাকুর দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছেন যে, শান্তনু ঠাকুরের পরিবার তাঁর উপরে মানসিক অত্যাচার করেন। মমতাবালা বলেন, বারবার তাদের খুনের হুমকিও দেওয়া হয়েছে। এমনকি, চরিত্রের উপরেও আঘাত হানা হয়েছে বলে দাবি ছিল তাঁর।
আরও পড়ুন- ‘আমার বুকের পাটায় সেই জোর আছে, একা করতে দিইনি!’ NRC-NPR প্রসঙ্গে মমতা
যদিও এই অভিযোগ সম্পূর্ণ রূপে অস্বীকার করেছেন বিজেপি সাংসদ। তিনি বলছেন, শুধুমাত্র সহানুভূতি পাওয়ার জন্য এখন এইসব করা হচ্ছে। মিথ্যা অপবাদ দিয়ে তাঁকে হেনস্তা করার চেষ্টা করা হচ্ছে। মমতা বালা ঠাকুরের উদ্দেশ্যে শান্তনু ঠাকুর কটাক্ষ করে বলেছেন, তিনি এর আগে তাঁকে মিথ্যে অপবাদের জেল পর্যন্ত খাটিয়েছেন। কিন্তু তিনি কোনদিন ঘুরিয়ে তাঁর উদ্দেশ্যে কোন খারাপ কথা বলেননি বা মিথ্যে অভিযোগ আনেননি। যদিও এখন এইসব তিনি করছেন শুধুমাত্র রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য।