Aajbikel

'ডিজিটাল ধর্মঘট' করতে চলেছে 'সংগ্রামী যৌথ মঞ্চ', শনিবার থেকেই শুরু প্রতিবাদ

 | 
p

কলকাতা: ডিএ-র দাবিতে কর্মবিরতি, ধর্মঘট সবই পালন করেছেন তারা। কিন্তু এখনও পর্যন্ত লাভের লাভ কিছুই হয়নি। উলটে সরকারের তরফে দাবি করা হয়েছে যে, তাদের ধর্মঘট একদমই সফল হয়নি, উপস্থিতির হার উক্ত দিনে ৯০ শতাংশের বেশিই ছিল। এই অবস্থায় দাঁড়িয়ে মনোবলে আঘাত পড়ার কথা। কিন্তু তা পড়েনি 'সংগ্রামী যৌথ মঞ্চ' সংগঠনের। এবার তারা প্রতিবাদের অন্য পন্থা নিয়েছেন। 

আরও পড়ুন: ব্রেকিং: গ্রেফতারির এতদিন পর পদক্ষেপ, তৃণমূল থেকে বহিষ্কৃত কুন্তল এবং শান্তনু

আগামী ১৮ তারিখ অর্থাৎ শনিবার থেকে 'সংগ্রামী যৌথ মঞ্চ' সংগঠন 'ডিজিটাল অসহযোগ' করবে বলে ঠিক করেছে। এক কথায়, ডিজিটালভাবে কাজ করার বন্ধ করে দেবেন সরকারি কর্মচারী শিক্ষকদের একাংশ। ইতিমধ্যেই এই সংগঠনের তরফ থেকে এই 'ডিজিটাল ধর্মঘট' পালনের জন্য একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে উল্লেখ আছে, শনিবার থেকে সরকারি কর্মচারীদের ব্যক্তিগত মোবাইলে কোনও দফতরের সরকারি কাজের জন্য আসা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ফোন যেন না ধরা হয়। আদেশ গ্রহণের প্রশ্নই নেই। এমনকি ঊর্ধ্বতনের হোয়াটস অ্যাপ গ্রুপ থেকে লেফট মারার কথাও বলা হয়েছে। আরও বলা হয়েছে, ছুটির দিন সরকারি কাজ কোনও শর্তেই যেন না করা হয়, অনলাইন মিটিং যেন অফিস টাইমের বাইরে না করা হয়।

প

এছাড়াও এও বলা হয়েছে, নিজস্ব ফোন, কম্পিউটার বা ডেটা ব্যবহার করেও যেন কেউ সরকারি কাজ না করে। যে নির্দেশিকানামা প্রকাশ করা হয়েছে 'সংগ্রামী যৌথ মঞ্চ' সংগঠনের তরফে, তাতে ভাগে ভাগে নির্দেশ দেওয়া হয়েছে সরকারি কর্মচারী, উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের জন্য।    

Around The Web

Trending News

You May like