Aajbikel

বকেয়া DA এবং নিয়োগের দাবিতে অনড় সংগ্রামী যৌথ মঞ্চ, ধর্মঘটের প্রচার

 | 
strike

কলকাতা: বকেয়া ডিএ ও শূন্যপদে স্থায়ী নিয়োগের দাবিতে ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ। আগামী ১০ মার্চ জেলায় জেলায় সেই ধর্মঘটের প্রচার শুরু করে দিল তারা। গত ১ মাসের বেশি সময় ধরে কলকাতার শহিদ মিনারের পাদদেশে ধর্না ও অনশন করছে রাজ্যের সরকারি ও সরকার পোষিত কর্মচারীদের ৪২ টি সংগঠনের মিলিত সংগ্রামী যৌথ মঞ্চ। গত ২০ ও ২১ শে ফেব্রুয়ারি সারা রাজ্য জুড়ে কর্মবিরতিও পালন করেছে তারা। এবার ধর্মঘটের প্রস্তুতি।

আরও পড়ুন- তৃণমূলের জাতীয় দলের তকমা বাতিল করা হোক, ৩ রাজ্যের ফল ঘোষণা হতেই খড়্গহস্ত শুভেন্দু

এই যৌথ সংগঠন আগেই হুঁশিয়ারি দিয়েছিল যে তাদের দাবি মানা না হলে তারা বড় আন্দোলনের পথে হাঁটবে। সেই অনুযায়ী প্রথমে কর্মবিরতি পালন করেছে তারা এবং এবার রাজ্যের সমস্ত সরকারি অফিস, আদালত, স্কুল, কলেজে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সেই প্রেক্ষিতেই ধর্মঘটকে সফল করার জন্য তারা জেলায় জেলায় প্রচার শুরু করেছে ও  সমস্ত অফিসে পোস্টারিং ও লিফলেট বিলি করা হচ্ছে। এছাড়া জেলায় জেলায় কর্মচারীরা ভোটের ডিউটি থেকে বিরত থাকবেন বলে পিপি ২ ফর্মে তথ্য দিতে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে আবেদনও জমা দিচ্ছেন।

এই বিষয় নিয়ে শিক্ষক নেতা রত্নদ্বীপ সামন্ত ও মানব দাস জানান, "সরকার যত দিন না AICP মেনে বকেয়া ডিএ দিচ্ছে এবং শূন্য পদে নিয়োগ না করছে ততদিন এই আন্দোলন চলবে। আমরা বিভিন্ন বিদ্যালয়ে ও অফিসে ধর্মঘট সফল করার জন্য প্রচার ও পোস্টারিং করছি। আমরা আশাবাদী সরকার দ্রুত আমাদের সমস্যার সমাধান করবে।" 

Around The Web

Trending News

You May like