গ্রেফতার হওয়ার একদিনের মাথায় সাসপেন্ড সন্দীপ ঘোষ, বিবৃতি স্বাস্থ্য ভবনের

কলকাতা: আরজি করের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেওয়ার পরই তাঁকে ন্যাশনাল মেডিক্যাল কলেজে নিয়োগ করেছিল স্বাস্থ্য দফতর৷ যা নিয়ে প্রশ্ন তুলেছিল কলকাতা হাই কোর্ট৷ সোমবার…

Sandip Ghosh Arrests RG Kar Hospital scandal Arrest of Sandip Ghosh

কলকাতা: আরজি করের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেওয়ার পরই তাঁকে ন্যাশনাল মেডিক্যাল কলেজে নিয়োগ করেছিল স্বাস্থ্য দফতর৷ যা নিয়ে প্রশ্ন তুলেছিল কলকাতা হাই কোর্ট৷ সোমবার রাতে সিবিআই-এর হাতে গ্রেফতার হওয়ার পর সেই সন্দীপ ঘোষকেই সাসপেন্ড করল স্বাস্থ্য দফতর।

গ্রেফতারির একদিনের মধ্যেই অধ্যক্ষ পদ থেকে সন্দীপকে সরানোর সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার৷ স্বাস্থ্য দফতরের তরফে একটি বিবৃতি জারি করে সাসপেনশনের কথা জানানো হয়েছে৷ সেখানে স্পষ্ট ভাবে বলা হয়েছে, সন্দীপ ঘোষের বিরুদ্ধে অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে৷ তদন্ত চলছে৷ সেই প্রেক্ষিতেই তাঁকে সাসপেন্ড করা হচ্ছে। বিবৃতিতে লেখা, 7(1c) of West Bengal Services (Classification, Control and Appeal) Rules, 1971 এর নিয়মানুযায়ী এই সাসপেনশন।

 

আরজি কর হাসপাতালে একাধিক দুর্নীতির অভিযোগে টানা ১৫ দিন জিজ্ঞাসাবাদের পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হন সন্দীপ। তবে তিনি একা নন, গ্রেফতার করা হয়েছে সন্দীপের ব্যক্তিগত বাউন্সার আফসার আলিকেও। সন্দীপকে দুর্নীতির কাজে মদত করার অভিযোগে গ্রেফতার হয়েছেন দুই ভেন্ডার সুমন হাজরা ও বিপ্লব সিং৷