সন্দীপের বাড়িতে হানা দিয়ে কী কী নথি হাতে এল ইডি-র?

কলকাতা: আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই-এর হাতে গ্রেফতার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ৷ সিবিআই গ্রেফতার করার পর এই মামলায় তৎপর ইডিও৷ গত শুক্রবার তল্লাশি চালানো…

Sandeep Ghosh scandal Sandeep Ghosh

কলকাতা: আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই-এর হাতে গ্রেফতার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ৷ সিবিআই গ্রেফতার করার পর এই মামলায় তৎপর ইডিও৷ গত শুক্রবার তল্লাশি চালানো হয় সন্দীপের বাড়িতে৷ সন্দীপ ছাড়াও হাওড়ার সাঁকরাইলে আরও দুজনের বাড়িতে হানা দেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকেরা। তাঁরা হলেন ভেন্ডর বিপ্লব সিনহা এবং বিপ্লব-ঘনিষ্ঠ কৌশিক কোলে। তাঁদের দু’জনের বাড়িতে হানা দিয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রে খবর৷ ( Sandip Ghosh corruption scandal)

সন্দীপ ঘোষ এবং তাঁর স্ত্রী সঙ্গীতা ঘোষের একাধিক সম্পত্তির নথি হাতে এসেছে তদন্তকারী অফিসসারদের৷ বেশ কয়েকটি ডিজিটাল ডিভাইসও উদ্ধার করেছেন তাঁরা। তদন্তকারী অফিসাররা জানতে পেরেছেন, কলকাতার পাশাপাশি ক্যানিংয়েও সম্পত্তি রয়েছে সন্দীপ ও তাঁর স্ত্রীর৷ যা দুর্নীতির টাকায় কেনা হয়েছিল বলেই তাঁদের অনুমান। কারণ এই সব সম্পত্তির মধ্যে এমন বহু সম্পত্তি রয়েছে, যেগুলি রাজ্য সরকারের যথাযথ অনুমোদন ছাড়াই কেনা হয়েছিল।

ক্যানিং-২ ব্লকের নারায়ণপুর গ্রামপঞ্চায়েত একটি বাংলো বাড়ি রয়েছে সন্দীপের৷ এছাড়াও নিউটাউন সংলগ্ন হাতিয়ারায় নোয়াপাড়ায় একটি তিনতলা বাড়ির হদিশ মিলেছে। এই বাড়িতই থাকতেন সন্দীপের বাবা-মা। এই বাড়িতে সন্দীপের যাতাযাত ছিল৷

এখানেই শেষ নয়, বেলেঘাটায় আরও দুটি ফ্ল্যাট রয়েছে সন্দীপের নামে৷ সম্পত্তির সম্ভারে রয়েছে একাধিক বিলাসবহুল গাড়ি।

আরও পড়ুন- জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতিতে রোগী মৃত্যুর দায় নিয়ে প্রশ্ন!

বিজেপি-সিপিএম-কংগ্রেস নয়, 

নবান্নে এলেন না জুনিয়র চিকিৎসকরা! 

Bengal: Sandeep Ghosh, former principal of RG Kar Hospital, arrested by CBI in financial corruption case. EDI seizes key documents from multiple locations, including Howrah and Canning. Properties linked to illegal funds. Investigation reveals significant assets and luxury cars.