কলকাতা: লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা৷ করোনা রুখতে ইতিমধ্যেই লকডাউনের ঘোষণা করেছে রাজ্য৷ কিন্তু লকডাউন ঘোষণা হলেও এখনও পর্যন্ত করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি৷ সামাজিক স্তরে করোনা সংক্রমণ রুখতে এবার আইসিএমআর গাইডলাইন অনুযায়ী বাংলাজুড়ে হটস্পট চিহ্নিতকরণের কাজ শুরু করল রাজ্য সরকার৷ এবার এই কাজে হাত লাগাবেন আশা কর্মীরা৷ তাঁদের পাঠানো তথ্যের ভিত্তিতে এলাকা চিহ্নিতকরণের কাজ করতে রাজ্য সরকার ইতিমধ্যেই একটি অ্যাপস চালু করেছে৷
ইতিমধ্যেই বাংলায় ৭টি জায়গা হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে রাজ্য সরকার৷ এছাড়াও করোনা কোথায় কীভাবে বাড়ছে, তা লক্ষ্য রাখার জন্য এবার সরাসরি আশা কর্মীদের মাধ্যমে তথ্য সন্ধান প্রক্রিয়া শুরু করছে রাজ্য সরকার৷ ইতিমধ্যেই সেই সংক্রান্ত তথ্য জানার জন্য একটি মোবাইল অ্যাপস প্রকাশ করেছে রাজ্য সরকার৷ নাম দেওয়া হয়েছে, ‘সন্ধানে’৷ আজ এই মর্মে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷
জানিয়েছেন আশা কর্মীরা গ্রামেগঞ্জে গিয়ে কোথায় জ্বর সর্দি কাশি হচ্ছে, সমাজিক স্তরে করোনা ছড়িয়ে পড়ছে কি না, সেই সমস্ত এলাকা চিহ্নিত করবেন৷ অ্যাপসের মাধ্যমে আশা কর্মীদের পাঠানো তথ্য পৌঁছে যাবে নবান্ন৷ নবান্ন থেকে সেই তথ্য পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন মুখ্যসচিব রাজীব সিনহা৷