ভারত সরকারের কৌঁসুলি পরিচয়ে প্রতারণা সনাতনের, BJP-কে চিঠি কলকাতা পুলিশের

ভারত সরকারের কৌঁসুলি পরিচয়ে প্রতারণা সনাতনের, BJP-কে চিঠি কলকাতা পুলিশের

কলকাতা: সনাতন কাণ্ডে নয়া মোড়৷ আরও এক পর্দা ফাঁস৷ জানা গেল নিজেকে ভারত সরকারের বিশেষ কৌঁসুলি বলে পরিচয় দিতেন সনাতন রায়চৌধুরী৷ এই মর্মে একাধিক নথিও উদ্ধার করেছে পুলিশ৷ এই বিষয়ে আইন মন্ত্রককে চিঠি পাঠাচ্ছে কলকাতা পুলিশ৷ কাদের সঙ্গে সনাতনের যোগাযোগ ছিল, কী ভাবে এই ধরনের ভুয়ো পরিচয় তিনি ব্যবহার করতেন তা খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা৷

আরও পড়ুন- পুলিশের জালে এবার ভুয়ো DSP, চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা

সনাতন রায়চৌধুরীর দুটি ইমেল আইডি থেকেও প্রচুর তথ্য উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর৷ কেন্দ্র ও রাজ্যের একাধিক সরকারি এজেন্সির সঙ্গে ই-মেলের মাধ্যমে যোগাযোগ রেখেছিলেন সনাতন৷ সমস্ত নথি যাচাই করে দেখা হচ্ছে৷ আদালতেও এই সকল তথ্য জমা দিয়েছে পুলিশ৷  অন্যদিকে, সনাতন কাণ্ডে মিলেছে রাজনৈতিক যোগ৷ সনাতন সম্পর্কে তথ্য জানতে চেয়ে বিজেপি’কে চিঠি পাঠাচ্ছে কলকাতা পুলিশ৷

সনাতনের কাছ থেকে আগেই উদ্ধার হয়েছিল বিজেপি’র প্রাথমিক সদস্যপদের জন্য আবেদনের রশিদ৷ তদন্তকারী অফিসাররা জানতে চান কোন কোন রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে যোগ ছিল তাঁর৷ কাদের প্রভাবে এই বাড়বাড়ন্ত? তাঁর বিপুল আয়ের উৎসই বা কী? এই সমস্ত প্রশ্নর উত্তর খুঁজতে বিভিন্ন দফতরের সঙ্গে যোগাযোগ করছে পুলিশ৷ সিবিআই ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, সনাতন তাদের আইনজীবী নন৷ কী উদ্দেশে ভুয়ো পরিচয়ে নীল বাতি লাগানো গাড়ি নিয়ে ঘুরতেন সনাতন তা জানতে চলছে জোড় তদন্ত৷ কোথায় প্রতারণার জাল বিছিয়েছিলেন, তারও হদিশ চলছে৷ 

আরও পড়ুন- ভোট প্রচারে ‘বিজেমূল’ স্লোগান ছিল বামেদের ভুল, স্বীকারোক্তি সূর্যকান্তের

শুধু এটুকই নয় প্রতারণার জালে জমি দখল করতে রাজভবনের ঠিকানাও ব্যবহার করত সনাতন৷ তাঁর দখল করা জমির প্রমোটারের যে ঠিকানা দিয়েছিলেন তা আসলে রাজভবনের কর্মীদের আবাদন৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *