বেলেঘাটা আইডিতে ১৩ জন ইন্টার্নের নমুনা পরীক্ষা

বেলেঘাটা আইডিতে ১৩ জন ইন্টার্নের নমুনা পরীক্ষা

9f02a1d5b5482304bf8833be25153269

কলকাতা: জুনিয়র চিকিৎসকদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের ঝামেলা অব্যাহত! কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের  জুনিয়র চিকিৎসকরা ইতিমধ্যে বিক্ষোভ দেখায়৷ বাধ্য হয়ে আলোচনায় বসতে ও করোনা মোকাবিনায় ইন্টার্নদের সরিয়ে নেওয়ার মতো সিদ্ধান্ত নেয়৷ এবার সরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে অন্য ধরনের অভিযোগ আনল ইন্টার্নরা৷ ইন্টার্নদের অভিযোগ, উপসর্গ দেখা দেওয়ার পরেও তাঁদের কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে না বা টেস্ট হচ্ছে না৷ এই নিয়ে ইন্টার্নদের মধ্যে অসন্তোষ বাড়তে থাকে৷ বাধ্য হয়েই বেলেবাঘাটা আইডিতে ১৩ জন ইন্টার্নকে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে৷ যদিও  ইন্টার্নদের পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে, কোয়ারেন্টাইন বা করোনা পরীক্ষার বিষয়ে চুপ থাকার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে৷

জানা গিয়েছে, ওই ইন্টার্নদের মধ্যে আট জন নীল রতন সরকার হাসপাতালের ও পাঁচ জন সাগর দত্ত হাসপাতালের ইন্টার্নকে৷ জানা গিয়েছে, ওই ১৩ জন ইন্টার্নের শরীরে করোনা উপসর্গ রয়েছে৷ লালারস নমুনা হিসেবে পরীক্ষার জন্য পাঠানো হয়৷ ইন্টার্নদের অভিযোগ, প্রথম দিকে পরীক্ষা করাতে অস্বীকার করে৷ প্রবল চাপের মুখে পড়ে ইন্টার্নদের লালারস পরীক্ষার জন্য পাঠানো হয়৷ অন্য দিকে  হাসপাতালের তরফে এই বিষয়ে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি বলে জানা গিয়েছে৷

তবে, জুনিয়র বা ইন্টার্ন চিকিৎসকদের টেস্ট না করানো বা কোয়ারেন্টাইনে না পাঠানো নিয়ে ইতিমধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে৷ জুনিয়র চিকিৎসকরা বিক্ষোভও করেছেন বলে রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহা তা স্বীকার করে নন৷ নবান্নে রাজীব সিনহা জানিয়েছেন, সকলের সঙ্গে কথা বলে বিষয়টি মিটিয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *