পূরণ হয়নি প্রতিশ্রুতি! অনির্দিষ্টকাল অবস্থান বিক্ষোভে বসতে চলেছেন রাজ্যের সম্পদ কর্মীরা

পূরণ হয়নি প্রতিশ্রুতি! অনির্দিষ্টকাল অবস্থান বিক্ষোভে বসতে চলেছেন রাজ্যের সম্পদ কর্মীরা

মালদা: প্রতিশ্রুতি অনুযায়ী মাসের নির্ধারিত বেতন দেওয়ার কথা থাকলেও তা পূরণ না হওয়ায় বিক্ষোভে নামতে চলেছেন সারা বাংলা গ্রামীন সম্পদ কর্মী সংগঠনের অন্তর্গত মালদা গ্রামীন সম্পদ কর্মী সংগঠন। তাদের দাবি সরকারিভাবে নিয়োগের প্রতিটি পদ্ধতি অর্থাৎ সরকারি বিজ্ঞপ্তি, ইন্টারভিউ, এবং নির্দিষ্ট প্রশিক্ষণের ধাপ পার হয়ে তারা এই পদে নিযুক্ত হন। তাদের মূল কাজ হল সামাজিক নিরীক্ষার।

তারা জানিয়েছেন বর্তমানে তারা পতঙ্গবাহিত রোগের কাজ করে চলেছেন। একই সঙ্গে করোনা সংক্রান্ত বিভিন্ন ধরণের কাজও তাদের কার্যসূচির মধ্যে পড়ে। তাদের ক্ষোভ নিজেদের কাজ তারা সুষ্ঠুভাবে করে চললেও মাসে তাদের কুড়িদিন কাজের হিসেবে তারা ৩৫০০ টাকা পান। বেতনও তাদের নিয়মিত নয়। প্রতি মাসে বেতন পাওয়ার ঠিক নেই তাদের। ফলে দিনে দিনে ক্ষোভ জমা হয়েছে।

এর ওপর তাদের দাবি লোকসভা নির্বাচনের আগে খোদ মুখ্যমন্ত্রী রাজ্য কমিটির প্রতিনিধিদের বাড়িতে ডেকে এবং বিভিন্ন প্রকাশ্য জনসভায় তাদের প্রতিশ্রুতি দেন। প্রতিশ্রুতি মেলে নির্বাচনের পর তাদের সিস্টেমে ঢুকিয়ে মাসিক বেতন চালু করা হবে। কিন্তু তাদের দাবি নির্বাচনের পর একবছর পার হয়ে গেলেও পরিস্থিতির কোনও বদল হয়নি। প্রতিশ্রুতি পূরণ হয়নি। যে কে সেই অবস্থায় রয়েছেন তাঁরা।

এই পরিস্থিতিতে নিজেদের দাবিপূরণের জন্য এবার পথে নামতে চলেছেন বলে জানিয়েছেন মালদা জেলা গ্রামীন সম্পদ কর্মী সংগঠনের সদস্যরা। ৭ অক্টোবর সকাল ১০ টা থেকে সারা বাংলা গ্রামীন সম্পদ কর্মী সংগঠনের ডাকে ২৩ জেলার গ্রামীন সম্পদ কর্মীরা অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষেভে বসতে চলেছেন। প্রতিটি জেলাতে একই সঙ্গে বিক্ষোভ অবস্থান শুরু হবে।

মালদা জেলাতে টাউন হলের সামনে বৃন্দাবন মাঠে গান্ধীমূর্তির পাদদেশে এই অবস্থানে বসা হবে বলে জানিয়েছে সংগঠন। দাবি আদায়ের এই আন্দোলন নিয়ে এওখন থেকেই চরম অবস্থান নিয়েছেন সম্পদ কর্মীরা। অনির্দিষ্টকালের এই অবস্থান তারা শেষ পর্যন্ত চালাতে চান বলে দাবি তাদের৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 2 =