গোটা সমবায় ব্যবস্থা ধ্বংস করেছেন অরূপ রায়! পদত্যাগ দাবি করছে বিজেপি

গোটা সমবায় ব্যবস্থা ধ্বংস করেছেন অরূপ রায়! পদত্যাগ দাবি করছে বিজেপি

 

কলকাতা: একাধিক ইস্যু নিয়ে রাজ্য সরকার তথা শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে চলেছে ভারতীয় জনতা পার্টি শিবির। আমফান দুর্নীতি থেকে শুরু করে, স্বাস্থ্য সাথী প্রকল্প, সব ইস্যুতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নিশানা করেছে তারা। এবার সমবায় ব্যবস্থা নিয়ে রাজ্যের তৃণমূল সরকারকে আক্রমণ করল বিজেপি। এদিন সাংবাদিক বৈঠক করে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য একদিকে যেমন রাজ্য সরকারের ‘কেলেঙ্কারির’ ব্যাখ্যা দেন, অন্যদিকে তৃণমূল নেতা অরূপ রায়ের পদত্যাগ ও সিবিআই তদন্তের দাবি করেন।

শমীক ভট্টাচার্যের কথায়, চূড়ান্ত অব্যবস্থা এবং গোটা সমবায় ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য, গোটা সমবায় প্রক্রিয়াকে নষ্ট করে দেওয়ার জন্য, একজন দায়ী। তিনি হলেন অরূপ রায়। তাঁর পদত্যাগ দাবি করা হচ্ছে বলে জানিয়েছেন বিজেপি নেতা। তিনি আরো দাবি করেছেন, দেশের অন্যান্য রাজ্য যেমন তামিলনাড়ু, কেরল এবং গুজরাটের থেকে সমবায় ব্যবস্থায় অনেকটাই পিছিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ এবং এর জন্য দায়ী রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এই প্রেক্ষিতে এই বিস্ফোরক অভিযোগ করে শমীক ভট্টাচার্য বলেন, সমবায় ব্যবস্থাকে সরকার সম্পূর্ণ নিয়ন্ত্রনহীন করে দিয়েছে এবং সমবায় ব্যবস্থাকে একটা দলীয় কার্যালয়ে পরিণত করে কার্যত কিছু মানুষের জন্য লুটের ব্যবস্থা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস সরকার। 

এর পাশাপাশি সমবায় ব্যবস্থা নিয়ে যে দুর্নীতি রাজ্য সরকার করেছে তার স্বচ্ছ তদন্তের জন্য সিবিআই হস্তক্ষেপের দাবি জানিয়েছে রাজ্য বিজেপি। শমীক ভট্টাচার্য বলেন, সাধারণ গরিব মানুষের জন্য এবং গ্রামাঞ্চলের মানুষের অর্থনৈতিক স্বার্থের জন্য এই ক্ষেত্রে সিবিআই তদন্ত হওয়া জরুরী। এই ক্ষেত্রে সব আমানতকারীদের একজোট হওয়ার ডাক দিয়েছেন শমীক। পাশাপাশি মুখ্যসচিবকে এক হাত নিয়ে তিনি প্রশ্ন করেছেন, রাজ্যে এত বড় অসংগতি চলছে, এটা তো তাঁর দেখার দায়িত্ব, তিনি কি করছেন? একই সাংবাদিক বৈঠক থেকে বিজেপি নেতা স্বপন দাসগুপ্ত জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন জেলার নতুন ভোটারদের সংখ্যা অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × two =