রাতের সল্টলেকে পুলিশের সামনেই নাগাড়ে ফাটল শব্দবাজি

রাতের সল্টলেকে পুলিশের সামনেই নাগাড়ে ফাটল শব্দবাজি

বিধাননগর: প্রকাশ্যে কোথাওই শব্দবাজি বিক্রি হতে দেখা যায়নি৷ উপরন্তু গত ক’দিন ধরে পুলিশি ধরপাকড় যথেষ্ঠ ইর্ষণীয়৷ তবু রাতের অন্ধকারে আকাশের দখল নিল শব্দবাজি৷ কলকাতা থেকে জেলা সর্বত্রই দেখা গেল সেই দৃশ্য৷ আর সল্টলেকে শব্দবাজির দাপট চাষুক্ষ করলেনস্বয়ং বিধাননগর উত্তর থানার পুলিশ কর্তারা৷

আইনের শাসন বলবৎ করতে কালীপুজোর রাতে সল্টলেকের মধ্যে চলছিল পুলিশের টহলদারির৷ ভিডিওতে স্পষ্ট যে, পুলিশের নজরদারি চলাকালীনও নির্ভয়ে ফাটল শব্দ বাজি। রীতিমতো গাড়ি দাঁড় করিয়ে বহুতলের সামনে মাইকিং করতে দেখা গেল পুলিশকে৷ তবু থোড়ায় কেয়ার করে চলল বহুতলের ওপরে নাগাড়ে শব্দবাজি ফাটানোর কাণ্ড৷ যা দেখে চক্ষু চড়কগাছ পুলিশের শীর্ষ কর্তাদেরও৷

এরপরই ক্ষুব্ধ পুলিশ কর্তারা, অভিযুক্ত বাড়ির সদস্যের নাম নথিভুক্ত করেন৷ ঘটনাস্থল, সল্টলেকের বিবি ব্লকের ১৪২ নম্বার বাড়ি৷ সংশ্লিষ্ট বহুতলের ছাদ থেকে শব্দ বাজি ফাটানো হচ্ছিল। অভিযুক্ত বাড়ির সদস্যদের বিরুদ্ধে মামলাও রুজু করেছে পুলিশ৷ তবে এটি কোন বিচ্ছিন্ন ঘটনা নয়৷ শুধু সল্টলেক নয়, কালীপুজোর রাতে কলকাতা এবং শহরতলী ও জেলা সর্বত্রই দেখা গিয়েছে শব্দবাজির দাপট৷ যার জেরে অনেকেই বলছেন, কোথায় আদালত, কোথায় আইন৷

যার জেরে মাঝরাতেও শয্যায় চমকে উঠেছেন শিশু থেকে বয়স্করা৷ অন্যদিকে আতঙ্কিত পরিবেশবিদরা বলছেন, করোনা আবহের মাঝেও এভাবে শব্দবাজি ফাটিয়ে বিপদ আরও ডেকে আনছেন আমজনতা৷ যদিও অন্যান্য বারের তুলনায় এবার শব্দ বাজি কম ফাটানো হয়েছে বলে দাবি বিধাননগর উত্তর থানার পুলিশের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 3 =